চাঁদার দাবিতে বিএনপি নেতা কর্তৃক ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলা

৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও তার সহযোগীরা রবিবার (৯ জানুয়ারি) গভীর রাতে সাহেবেরহাট বাজারের একটি দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরসহ লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার সকালে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এজাহারে প্রকাশ, বিগত চারদলীয় জোট সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে রত্মপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও প্রভাবশালী সৈয়দ হাওলাদার সাহেবেরহাট বাজারের ব্যবসায়ী শশধর হালদারের সম্পত্তি জোড়পূর্বক দখল করে দোকান ঘর নির্মান করে ভোগ দখল করে আসছে। সম্প্রতি ওই জমি থেকে দোকান ঘর সরিয়ে নেয়ার জন্য বলা হয়। দোকান ঘর সড়িয়ে নেয়ার জন্য সৈয়দ আলী কর্তৃক ব্যবসায়ী শশধরের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। ব্যবসায়ী শশধর বিষয়টি এলাকার লোকজনকে জানালে ক্ষিপ্ত হয়ে সৈয়দ আলী ও তার সমর্থকেরা রবিবার রাত দুইটার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাজারের শশধরের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। হামলাকারীরা দোকানের মালামাল লুট করে নিয়েছে বলেও এজাহারে উল্লেখ রয়েছে। হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় গতকাল সোমবার সকালে ব্যবসায়ী শশধর হালদারের পুত্র স্বপন হালদার বাদি হয়ে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন (যার নং ০৯- ১০/১/২০১১)।