আগৈলঝাড়ায় দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ২৫ জন আহত

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্মপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামে সালিশ বৈঠকে আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর মধ্যে গত শুক্রবার সন্ধ্যায় ও রাতে কয়েক দফা হামলা, পাল্টা হামলা ও সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। গুরুতর আহতদের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী, পুলিশ ও আহত সূত্রে জানা গেছে, ঐচারমাঠ রাধা গোবিন্দ আশ্রমের পুরোহিত মহানন্দ বজ্রবাসির নিয়োগকে কেন্দ্র করে ঐচারমাঠ মোল্লাপাড়া ও পশ্চিম মোল্লাপাড়া গ্রামবাসীর মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধে চলে আসছিলো। বিরোধ মীমাংসার জন্য গত শুক্রবার সন্ধ্যায় পশ্চিম মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের সমন্ময়ে সালিশ বৈঠক বসে। বৈঠকে ঐচারমাঠ মোল্লাপাড়া গ্রামের চিত্ত সমাদ্দার ও পশ্চিম মোল্লাপাড়া গ্রামের অমল হালদারের বাকবিতন্ডা বাঁধে। এক পর্যায়ে অমলের সমর্থকরা চিত্ত সমাদ্দারকে মারধর করে। এ নিয়ে উভয় গ্রামের সমর্থকরা সংঘর্ষে লিপ্ত হয়ে পরে। দফায় দফায় হামলা পাল্টা হামলা ও সংঘর্ষে একটি মোটর সাইকেল ভাংচুরসহ উভয় গ্রামের মহিলাসহ ২৫ জন আহত হয়।
গুরুতর আহত অমূল্য সমাদ্দার, অশোক সমাদ্দার, সুশমা সমদ্দার, চিত্ত সমদ্দার, কেশব মন্ডল, রঞ্জিত বিশ্বাস, অদৃত্ত বালা, অনিল বিশ্বাস, কালীপদ হালদার, অমল হালদার, মালতী বাড়ৈ, মহানন্দকে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় গতকাল শনিবার সকালে আগৈলঝাড়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।