দৈনিক ভোরের ডাক ও দৈনিক বাংলার বনে পত্রিকার বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রতিনিধি প্রবীর বিশ্বাস ননীর পিতা এবং আগৈলঝাড়ার বিশিষ্ট কবি গানের শিল্পী প্রয়াত লাল মোহন বিশ্বাসের ১৩ তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষে সাংবাদিকের পশ্চিম মোল্লাপাড়াস্থ গ্রামের নিজবাড়িতে দিনভর প্রার্থনা অনুষ্ঠান, মধ্যাহ্নভোজ ও রাতে ধর্মীয় সংগীতের আয়োজন করা হয়েছে।