মেহেন্দিগঞ্জ থানার কনস্টেবলের বিরুদ্ধে যৌতুক মামলা

বিরুদ্ধে গতকাল সোমবার আদালতে একটি যৌতুক মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন রাজ্জাকের পুত্রবধূ সাবরিনা আক্তার। ওই মামলায় আসামি করা হয়েছে আরো তিনজনকে। বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল হোসেন বেপারী মামলাটি আমলে নিয়ে মেহেন্দিগঞ্জ থানার মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের কামরুল হাসান শিকদারের কন্যা সাবরিনা আক্তারের (২০) সাথে গত বছরের ২০ এপ্রিল সামাজিক ভাবে বিয়ে হয় পটুয়াখালীর মিঠাপুকুর এলাকার বাসিন্দা ও পুলিশ কনষ্টবল আব্দুর রাজ্জাকের পুত্র সুমন আহম্মেদের সাথে। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে সাবরিনাকে প্রায়ই স্বামী, শশুড়, শাশুড়ি শারীরিক নির্যাতন শুরু করে। চলতি বছরের ১১ জানুয়ারি সকাল ৯টায় যৌতুকের দাবিতে সাবরিনাকে বেদম মারধর করে বাবার বাড়িতে তাড়িয়ে দেয়া হয়। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি সোহরাব আলী জানান, কনস্টেবল আব্দুর রাজ্জাক কয়েকদিন আগে ঢাকা রেঞ্জে বদলী হয়েছে। মামলার অপর আসামিরা হচ্ছে-কনস্টেবল আব্দুর রাজ্জাকের স্ত্রী সালেহা খাতুন, পুত্র সুমন আহম্মেদ ও কন্যা ডালিয়া বেগম।