বোনের সম্পত্তি জাল দলিল ভাইয়ের আত্মসাত

আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে থানায় মামলা দায়ের। মামলা করায় বাদী সহ তার পরিবারকে হত্যার হুমকি। মামলা সূত্রে জানাগেছে, আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া গ্রামের মৃত আদেল উদ্দিন হাওলাদারের ৩মেয়ে ১ ছেলে। পিতার মৃত্যুর পরে ছেলে আহম্মেদ আলী হাওলাদার বোন ফুলবরুর ওয়ারিশ সূত্রে প্রাপ্ত৭৯ শতাংশ সম্পত্তি শেফালী বেগম নামে এক মহিলাকে বোন ফুলবরু সাজিয়ে গত ২০০৫ সালের ২৪ জুলাই আগৈলঝাড়া সাব-রেজিষ্ট্রি অফিস থেকে  একটি জাল দলিল সম্পাদন করেন, যার নং- ২২৫৫। ওই দলিলের বিরুদ্ধে ফুলবরু বাদী হয়ে গত ২০১০ সালের  ২১ সেপ্টেম্বর আগৈলঝাড়া থানায় ৩জনকে আসামী করে একটি জাল জালিয়াতি মামলা দায়ের করেন, যার নং-৮ (২০/০৯/২০১০)। অন্য দুইবোন নিলুফা ও জবেদার সম্পত্তিও ভাই মাঠপর্চাকরে দখল করে নেয় বলে বোনেরা অভিযোগ করেন। ভাই আহম্মেদ আলী হাওলাদারের বিরুদ্ধে জালিয়াতি মামলা করায় বাদী ফুলবরু ও তার ছেলে সালাউদ্দিনকে দীর্ঘদিন ধরে হত্যা করার হুমকি দিয়ে আসছে। জালিয়াতি চক্রটি প্রভাবশালী হওয়ায় বাদীর পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভূগছে।