সড়ক চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনায় ট্রাক ড্রাইভারসহ কমপক্ষে ৫ জন আহত হয়েছে। সাপ্তাহিক হাটের দিনে মুলাদী-মীরগঞ্জ সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় জনগনকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। সোমবার রাতে এ দূর্ঘটনা ঘটে।
ঢাকা-মেট্রো-ট-১৬১৩৭ নং ট্রাকটি বগুড়া থেকে আলু বোঝাই করে বরিশালের মুলাদী বন্দরে আসছিল। সোমবার রাত ১১ টায় প্যাদারহাট বন্দর সংলগ্ন ঝুকিপূর্ণ ব্রেইলী ব্র্রীজে ওঠার পর ব্রীজটির প্লেট ভেঙ্গে পিছনের চাকা নিচে ঢুকে পড়ে। এ সময় ট্রাক ড্রাইভার ইদ্রিস আলী ও হেলপার মিজানসহ কমপক্ষে ৫জন আহত হয়। দিনভর চেষ্টা চালিয়ে ট্রাকটি উদ্ধার করতে না পারায় মুলাদী-মীরগঞ্জ সড়কে প্রায় ২৪ ঘন্টা যান চলাচল বন্ধ রয়েছে। আজ দিনভর স্থানীয়দের সহায়তায় ট্রাকটির মালামাল নামিয়ে ফেলা হয়েছে । আজ সন্ধ্যা নাগাদ ট্রাকটি উদ্ধার করা হবে বলে জানিয়েছেন মুলাদী উপজেলার নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান । উপজেলার সাথে জেলা সদরের একমাত্র সড়কের এ ব্রীজটি দীর্ঘদিন ধরে ঝুকিপূর্ণ অবস্থায় থাকলেও তা সংস্কারের উদ্যোগ না নেয়ায় প্রায়ই ছোট খাট দূর্ঘটনা ঘটছে আসছে বলে জানান এলাকাবাসী।