অপহরন ঘটনায় ভিকটিম উদ্ধার ও দু’জন অপহরনকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে থানা সূত্রে জানা গেছে গত ১৫ জানুয়ারী সকাল ১০টায় উপজেলার সৈয়দকাঠী ইউনিযন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী সঞ্চিতা হালদার (১৫) ষ্কুলে যাওয়ার পথে ইন্দেরহাওলা গ্রামের ফারুক খান ও হান্নান খানের বাড়ি সংলগ্ন রাস্তায় গতিরোধ করে পূর্বপরিকল্পিত ভাবে সবুজ ফকির (১৯) সহ ৩/৪ জনে দুটি মটরসাইকেল যোগে অপহরন করে নেয়। এ ঘটনায় ১৭ জানুয়ারী ওই ষ্কুল ছাত্রীর পিতা মাখন চন্দ্র হালদার বাদী হয়ে ৪ জনকে আসামী করে থানায় একটি অপহরন মামলা দায়ের করে। ওই মামলার তদন্তকারী অফিসার এস.আই মোঃ রফিকুল ইসলাম সোমবার রাতে ইন্দেরহাওলা গ্রাম থেকে মামলার এজাহার ভুক্ত আসামী ফারুক খানকে গ্রেফতার করে। তার শিকারউক্তি মোতাবেক ও মোবাইল ট্রাকিং এর মাধ্যেমে গতকাল সকালে ঢাকার গাজীপুর এলাকা থেকে মামলার ভিকটিম সঞ্চিতা হালদার (১৫) কে উদ্ধার ও প্রধান আসামী সবুজ ফকির (১৯)কে গ্রেফতার করেন। এস.আই রফিক ওই দিন বিকেলে সড়কপথে তাদেরকে নিয়ে বানারীপাড়া থানায় হাজির হন বলে ইনেন্সপেক্টর মোঃ হুমায়ুন জানান। আজ ১৯ জানুয়ারী ভিকটিমের ডাক্তারী পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হবে বলে ইনেন্সপেক্টর জানান।