২৫ জন কিশোর অপরাধীকে আটক করেছে। আটককৃতদের পুলিশ কিশোর অপরাধ সংশোধন কেন্দ্র যশোরে ও বরিশালের সেইভ হোমে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
বরিশাল কোতোয়ালী মডেল থানার সহকারী কমিশনার (এসি) ছালেউদ্দিনের নেতৃত্বে মঙ্গলবার (১৮ জানুয়ারি) গভীর রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৫ জন কিশোর অপরাধীদের আটক করে। সহকারী পুলিশ কমিশনার সালেহ উদ্দিন বলেন, আটককৃত কিশোর অপরাধীদের তাদের কোন অভিভাবক যদি নিতে চায় তাহলে অভিভাবকের জিম্মায় তাকে দেয়া হবে। অন্যান্যদের কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রে পাঠানো হবে। আটক কৃতরা হলো-রুবেল আহম্মেদ, কামাল হোসেন, রাজ্জাক হোসেন, রাজীব, মেহেদী হাসান, মামুন, স্বাধীন, সাব্বির, সাগর, রাব্বী, মেহেদী হাসান, সুমন, হাসান, সোহেল, শাওন, ইউনুছ, ছাব্বির, রাসেল, মামুন, শাহীন, উজ্জল, নয়ন, আরিফুর রহমান, সাত্তার ও রবিউল।