গতকাল বুধবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে আলোচনা সভা ও প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়েছে।
উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক অধ্যাপক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব এইচ.এম শাহজাহান কবীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আলাউদ্দিন বালী, যুদ্ধচলাকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার এইচ.এম নজরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোঃ জামাল উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মোঃ মনিরুল হক, সাংগঠনিক কমান্ডার মোঃ আনোয়ার হোসেন, সহকারী কমান্ডার খান মোঃ সামচুল হক, আব্দুর রাজ্জাক চোকদার প্রমুখ। বক্তারা ’৭১-এর যুদ্ধাপরাধী ঘাতকদের অনতিবিলম্বে ফাঁসির দাবি করেন। শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।