হয়েছে। একই সাথে অপহরনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে ঢাকা থেকে উদ্ধারকৃত স্কুল ছাত্রী ও গ্রেফতারকৃতদের বানারীপাড়া থানায় আনা হয়েছে।
জানা গেছে, বানারীপাড়া উপজেলার ইন্দেরহাওলা গ্রামের মাখন চন্দ্র হালদারের কন্যা ও সৈয়দকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী ছাত্রী সঞ্জিতা হালদারকে (১৫) গত ১৫ জানুয়ারি স্কুলে যাওয়ার পথে দুটি মোটরসাইকেলযোগে ৪/৫ জন যুবক অস্ত্রের মুখে জিম্মি করে অপহরন করে। এ ঘটনায় স্কুল ছাত্রীর পিতা মাখন চন্দ্র হালদার বাদি হয়ে ৪ জনকে আসামি করে গত ১৭ জানুয়ারি থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। ওইদিনই অপহরনের সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ একই গ্রামের ফারুক খানকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতর স্বীকারোক্তি অনুযায়ি মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে ঢাকার গাজীপুর এলাকা থেকে পুলিশ অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরনের প্রধান হোতা সবুজ ফকিরকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই রফিকুল ইসলাম জানান, গতকাল বুধবার সকালে অপহৃতা স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও আদালতে জবানবন্দি রেকর্ডের জন্য এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।