স্মৃতি দাবা টুনামেন্টর ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে খেলোয়ারের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
শুক্রবার বিকেল চারটায় ইল্লা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা প্রজন্ম সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি প্রণব রঞ্জন বাবু দত্ত। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কামন্ডার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক ঘরামী। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের আকন, রব মৃধা, আইউব আলী সরদার, আব্দুর রহিম হাওলাদার। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধার সন্তান ও মুক্তিযোদ্ধা প্রজন্ম সংঘের পরিচালক রফিকুল হাসান সবুজ, নিহার রঞ্জন তপাদার, এনামুল হক বেপারী, সুব্রত দাস, মেহেদী হাসান প্রমুখ। শেষে টুনামেন্টের প্রথমস্থান অধিকারী মুন্না বেপারী, দ্বিতীয়স্থান অধিকারী কাজী নজরুল ও তৃতীয়স্থান অধিকারী পলাশ আকনসহ অন্যান্য খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।