বরিশালে লঞ্চের ধাক্কায় নিহত-১ : আহত-১

ধাক্কায় শহীদ জমাদ্দার (৩৬) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে। শুক্রবার ভোর রাতে দুর্ঘটনায় কালাম জমাদ্দার (৩০) নামে অপর এক মাছ ব্যবসায়ী গুরুতর আহত হয়। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শহীদ জমাদ্দার বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদের জগদ্দল গ্রামের আরজ আলী জমাদ্দারের ছেলে। জানা গেছে, বৃহস্পতিবার রাতে সাগর থেকে মাছ ক্রয় করে ট্রলারে বরিশালের সায়েস্তাবাদে ফিরছিল ব্যবসায়ী শহীদ জমাদ্দার ও কালাম জমাদ্দার। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে বরিশাল নগরীর অদূরে বুখাইনগরের কাছাকাছি পৌঁছলে ঢাকা-গোমাগামী অজ্ঞাতনামা একটি লঞ্চ তাদের ট্রলারকে সজোরে ধাক্কা দেয়। এ সময় শহীদ জমাদ্দার ও কালাম জমাদ্দার ঘুমাচ্ছিল। আকস্মিক ধাক্কা লাগায় শহীদ জমাদ্দার পাটাতন থেকে ট্রলারের ইঞ্জিনের উপরে পড়ে ঘটনাস্থলেই নিহত এবং অপর ব্যবসায়ী কালাম জমাদ্দার গুরুতর আহত হয়।  এ ব্যাপারে ট্রলার চালক শহীদ হোসেন জানায়, ভোর রাতে ট্রলার চালানোর সময় আকস্মিকভাবে একটি লঞ্চ ট্রলারকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। তবে লঞ্চটি কোন কোম্পানির কুয়াশার কারনে তা সে দেখতে পারেনি বলে জানায়।