শীতকালীন ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল রবিবার সম্পন্ন হয়েছে।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি সদস্য, বরিশাল-১ আসনের সংসদ সদস্য এডভোকেট তালুকদার মোঃ ইউনুস। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আলোচনা সভায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি উপেন সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, উপজেলা নির্বাহী অফিসার দীপংকর বিশ্বাস। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুনীল বাড়ৈ, শিক্ষক রবীন্দ্রনাথ হালদার, ম্যানেজিং কমিটির সদস্য প্রবীর বিশ্বাস ননী প্রমুখ।