পেলেন মাশরাফি বিন মুর্তজা। তবে এখনি খেলতে বলেননি তাকে। হাঁটু পর্যবেক্ষণ শেষে মাশরাফিকে আগের নিয়ম মেনে প্রস্তুত হওয়ার কথা বলেন ডেভিড। তবে যখন সময়মত অস্ত্রোপচারের পরামর্শও দিয়েছেন অস্ট্রেলিয়ান ডাক্তার। শ্রীলঙ্কায় মাশরাফির সঙ্গে ফোনে যোগাযোগ করে এই খবর পেয়েছেন বিসিবির একজন কর্মকর্তা। তিনি জানিয়েছেন “মাশরাফিকে খেলার জন্য তৈরি হতে বলেছেন ডেভিড। কিন্তু চাইলেই সে এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক ম্যাচ খেলার মতো শারীরিক আস্থা ফিরে পাবে না। অনুশীলন করে ধীরে ধীরে ফিট হতে হবে তাকে। অতএব এখনই বলা যাবে না বিশ্বকাপের আগে খেলার মতো ফিটনেস এসে যাবে।” ডেভিড ইয়ং ব্যাক্তিগত কাজের জন্য শ্রীলংকায় গেছেন। সেখানে তিনি মাশরাফিকে পর্যবেক্ষন করেন। বিসিবির স্পোর্টস বিশেষজ্ঞ চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছেন,”আগের মতোই মাশরাফির এখনো পুনর্বাসন প্রক্রিয়া চলছে। আগামী সপ্তাহ বোলিং করিয়ে দেখব; খেলতে পারে কি না। যদি সম্ভব হয় তবে পরে ম্যাচ খেলানোর চিন্তা ভাবনা করবো। না পারলে হয়তো অস্ত্রোপচার করাতে পারে ডেভিড।”
ঢাকা প্রিমিয়ার লিগের খেলায় আবাহনীর হয়ে ব্যাটিংয়ের সময় ডান হাঁটুতে চোট পান দেশ সেরা এই পেসার। সেদিনই হাঁটুর স্ক্যান এবং অন্যান্য পরীক্ষার রিপোর্ট তৈরি করে এ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক এম আলী ই-মেইলে পাঠিয়ে দেন ডেভিডের কাছে। সবকিছু দেখার পর মাশরাফিকে তিনি ফোনে জানান, ব্যায়াম করে উরুর পেশিতে শক্তি সঞ্চয় করে খেলতে পারেন তিনি। তবে এখানেও পুনর্বাসনের পদ্ধতি এবং সময়ও বেঁধে দেন ডেভিড। সেভাবেই গত ২৫ দিন নিয়ম মেনে চলেছেন মাশরাফি।
তবে মাশরাফি যদি সুস্থ হয়ে ফিরে আসে সেক্ষেত্রে একটু ঝামেলায় পড়তে পারেন নির্বাচকরা। কারণ, তিনি ফিট হলে কাকে বাদ দিয়ে মাশরাফিকে মূল স্কোয়াডে ঢোকাবেন। তিন পেসার রুবেল হোসেন, নাজমুল হোসেন এবং শফিউল ইসলাম তিনজনই বয়সে তরুন। বিশ্বকাপ খেলার স্বপ্ন ওদের, তবে মাশরাফি যদি সত্যি ঢুকে যান দলে, তবে নির্বাচকদের সমস্যা হবে বেশি। শনিবার রাতে শ্রীলঙ্কার উদ্দেশে রওয়ানা হয়েছেন মাশরাফি। আগামীকাল সোমবার মাশরাফি দেশে ফিরে আসবেন বলে জানিয়েছে বিসিবি।–সূত্র: বাংলানিউজ ২৪ ডট কম।