মন্দির নির্মান কেন্দ্র করে মারখোমুখী দুই গ্রুপ

কালীবাড়ী বাজারে কালী মন্দির নির্মান-কে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমূখী অবস্থান নিয়েছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে। উত্তর বাহাদুরপুর কালীবাড়ী বাজারের কালী মন্দির শত বছর পূর্বে বিমল হালদারের পূর্ব পুরুষ স্থাপন করে। নিজ সম্পত্তিতে মন্দির প্রতিষ্ঠা করলে প্রথম থেকেই গ্রামের সকলে পূজার্চনায় অংশ নেয়। বেশ কয়েক বছর যাবৎ ওই এলাকার  কয়েক স্বার্থন্বেশী ওয়ারীশ সূত্রে প্রাপ্ত সম্পত্তির মালিক বিমল হালদার, বিরেন হালদারকে বাদ দিয়ে মন্দিরের প্রকৃত এই মালিকদের বিতারিত করার কৌশল গ্রহণ করে।

চক্রান্তকারীদের কৌশল বুঝতে পেরে বিমল হালদার প্রশাসনের বরাবর আবেদন জানিয়েছে। সম্প্রতি মন্দিরের সংস্কার কাজেও সম্পত্তির মালিক বিমল গংদের কিছুই জানাইনি ওই স্বার্থন্বেশী মহল। বাজারের ব্যবসায়ী কমিটির সম্পাদক স্বপন হালদার, স্বর্ন ব্যবসায়ী, অসীম ভক্ত,. বরুন বালা, বিরাজ সরকার, হর ভূষন মজুমদার। বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রফুল্ল সরকার প্রক্তন প্রধান শিক্ষক উপন্দ্রে নাথ সরকার বলেন মন্দির ও বাজারের ভূমির মালিক বিমল  হালদার, বিরেন হালদার গং। সমস্যার সত্যতা স্বীকার করে তারা জানান স্থানীয় পর্যায় দ্রুত সমাধান করা হবে।