থাকার সন্দেহে প্রায় আড়াই ঘন্টা অবরুদ্ধ করে রেখে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। শ’শ’ উপস্থিত লোকজনের ‘ব্যাগে ফেন্সিডিল’ বলে চিৎকার আর চেঁচামেচি। থানা পুলিশের এক এসআই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনসম্মুখে উক্ত ব্যাগ খোলা হলে ফেন্সিডিল পাওয়া যায়নি। অবশেষে এ ঘটনার দু’ঘন্টা পরেই উক্ত স্থানে ১৪ বোতল ফেন্সিডিলসহ ৩ মটরসাইকেল আরোহীকে আটক করেছে ডিবি পুলিশ। এ নিয়ে এলাকায় খুব চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে মাদারীপুরের কালকিনিতে গত সোমবার রাতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখার (ডিবি পুলিশ) কনস্টেবল জাকির হোসেন ও আনোয়ার কালকিনি পৌর এলাকার রেন্ট্রিতলা নামক বাজারে ফেন্সি সম্রাজ্ঞী আয়শার বাড়ি থেকে সন্ধ্যা সাড়ে ৫টার সময় বের হলে সঙ্গে থাকা ব্যাগ থাকায় এলাকাবাসী সন্দেহ করে। ডিবি পুলিশ কনস্টেবল জাকির হোসেন প্রায়ই এ এলাকা দিয়ে যাতায়াত করতো। সঙ্গে থাকা ব্যাগে ফেন্সিডিল আছে কি-না উপস্থিত লোকজন দেখতে চাইলে তিনি দেখাতে অপরাগতা প্রকাশ করলে সাড়ে ৫টা থেকে রাত ৮টা প্রর্যন্ত অবরুদ্ধ করে রাখে। পরে এলাকাবাসী কালকিনি থানায় জানালে এসআই আজিজুর রহমান দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে উক্ত ব্যাগ খুলে উপস্থিত লোকজনকে দেখাতে চাইলে জাকির ও আনোয়ার তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এ ঘটনায় এলাকাবাসী ফেন্সিডিল বলে চিৎকার দিলে শ’শ’ লোকজন জড়ো হয়ে যায়। পরিস্থিতি বেগতিক শুনে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ও ডিবি পুলিশের এসআই জোবায়ের দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ডিবি পুলিশের সঙ্গে থাকা উক্ত ব্যাগ খুলে উপস্থিত লোকজনদের দেখান। ব্যাগের মধ্যে ডিবি পুলিশের পরিধেয় পোষাক পাওয়া যায়।
এসআই আজিজুর রহমান বলেন, ‘ডিবি পুলিশের দু’ কনস্টেবল, ব্যবহৃত মটরসাইকেল ও ব্যাগ শ’শ’ এলাকাবাসী অবরুদ্ধ করে রাখে। ব্যাগের ভিতর ফেন্সিডিল আছে কি-না উপস্থিত লোকজনের সন্দেহ দুর করার জন্য ব্যাগ খূলতে চাইলে ঐ কনস্টেবল দু’জন আমাকে দেখে নিবে বলে হুমকী দেয়। এতে এলাকাবাসী আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ব্যাগ না দেখে কাউকে যেতে দিবে না বলে স্লোগান দেয়’।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ব্যাগ নিয়ে ডিবি পুলিশের কনস্টেবলদের সাথে এলাকাবাসীর ভুল বোঝাবুঝির কারনে এমন ঘটনা ঘটেছে। ব্যাগটা খুলে উপস্থিত লোকজনকে দেখালেই হতো। পরিস্থিতি শান্ত করে ডিবি পুলিশের এসআই জোবায়ের রহমানের হাতে তাদের তুলে দেয়া হয়েছে’।
এদিকে রাত ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই জোবায়ের রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে পাশ্ববর্তী গৌরনদী উপজেলার বার্থী এলাকার জাফর প্যাদা(৩২), টরকী বন্দর এলাকার সেন্টু মৃধা(৩৪) ও আজিজ দেওয়ান(৩০) কে ১৪বোতল ফেন্সিডিলসহ আটক করেছে। আটককৃতরা কালকিনি থেকে উক্ত স্থান দিয়ে গৌরনদী যাচ্ছিল। এ ব্যাপারে কালকিনি থানায় ডিবি পুলিশের এসআই জোবায়ের রহমান বাদী হয়ে বিশেষ ক্ষমতায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে জেল-হাজতে প্রেরণ করেছেন।
ফেনসিডিলসহ গৌরনদীর ৩ ফেন্সি সম্রাট কালকিনিতে গ্রেফতার
গৌরনদী প্রতিনিধি : পুলিশ সোমবার রাতে মাদারীপুরের কালকিনি উপজেলার মাইজপাড়া গ্রাম থেকে ১৪ বোতল ফেন্সিডিলসহ বরিশালের গৌরনদী উপজেলার ৩ ফেন্সি সম্রাটকে গ্রেফতার করেছে।
কালকিনি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান,গৌরনদীর নন্দনপট্টি গ্রামের সেন্টু মৃধা (২৫), সুন্দরদী গ্রামের আজিজ দেওয়ান (৩২) ও বার্থী গ্রামের জাফর প্যাদা (২৯) একটি মোটর সাইকেলযোগে ফেনসিডিল নিয়ে সোমবার রাতে মাদারীপুরের মোস্তফাপুর থেকে গৌরনদী ফিরছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে থানা পুলিশের একটি দল কালকিনির মাইজপাড়া গ্রামে চেকপোস্ট বসায়। রাত ১০ টার দিকে তাদের মোটর সাইকেলসহ আটক করে পুলিশ। এ সময় তাদের দেহ তল্লাশী করে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে তারা। এ ঘটনায় এসআই সাইফুল আলম বাদি হয়ে ওই ৩ জনকে আসামি করে মাদক আইনে মামলা দায়ের করেছে।
গৌরনদী থানা অফিসার ইনচার্জ মো নুরুল ইসলাম জানায়, কালকিনিতে আটক গৌরনদীর ৩ ফেন্সি সম্রাটের মধ্যে সেন্টু ও আজিজের বিরুদ্ধ মাদকের একাধিক মামলা থানায় রয়েছে।