সেনা বাহিনী কর্তৃক অগ্নি নির্বাপক যন্ত্র ও মুরুং বাহিনীকে পোষাক প্রদান

এবং বান্দরবান রিজিয়ন কতৃক আলীকদম ও লামা Bandarban Militaryবাজার ব্যবসায়ী সমিতিকে অগ্নিনির্বাপক যন্ত্র প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে পৃথক দু’টি অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা গেছে, আলীকদম উপজেলায় মুরুং বাহিনীর ১৭৬ জন সদস্যের মধ্যে সেনা জোন কর্তৃক পোষাক বিতরণ করা হয়েছে। এরমধ্যে রয়েছে প্যান্ট, শার্ট, মৌজা, গেঞ্জি, বেল্ট, জুতা, মশারী ও ন্যামপ্লেট। একইসাথে মুরুং কল্যাণ ছাত্রাবাসের ছাত্র-ছাত্রীদের সুপেয় পানির ব্যবস্থার জন্য সেনা জোন থেকে স্থাপনকৃত একটি রিংটিউবওয়েলের উদ্বোধন করেন জোন কমান্ডার।

অপরদিকে, আলীকদম বাজার ও লামা বাজার ব্যবসায়ীদের মাঝে বান্দরবান সেনা রিজিয়ন কর্তৃক ২০টি অগ্নি নির্বাপক যন্ত্র প্রদান উপলক্ষ্যে ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দিনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জোন কমা-ার লে.কর্ণেল এস এম ইমরানউজ্জামান। বাজার সমিতির সেক্রেটারী জসিম সরওয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার মো: আসাদুজ্জামান, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, লামা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আশুতোষ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন কমান্ডার লে.কর্ণেল এস এম ইমরানউজ্জামান বলেন, পার্বত্যাঞ্চলের জনগোষ্ঠীর জানমাল রক্ষা ও উন্নয়নে বেসামরিক প্রশাসনের পাশাপাশি সেনা বাহিনী কাজ করে চলছে। সেনা বাহিনী নানা সীমাবদ্ধতার মাঝে থেকেও জনগণের ভাগ্যোন্নয়নে প্রচেষ্টা চালাচ্ছে।

ক্যাপশান : আলীকদমে সেনা রিজিয়ন ও জোন কর্তৃক অগ্নিনির্বাপক যন্ত্র ও মুরুং বাহিনীকে পোষক বিতরণ করছেন লে.কর্ণেল এস এম ইমরানউজ্জামান।