আগৈলঝাড়ায় সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

করা মিথ্যা মামলা প্রত্যহারের দাবিতে গতকাল শুক্রবার আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা সরদার হারুন রানা, সহসভাপতি কে.এম আজাদ রহমান, সাধারন সম্পাদক সাইদুর রহমান স্বপন, তথ্য ও প্রচার সম্পাদক ফেরদৌস মোল্লা বাবু, কোষাধ্যক্ষ সেলিম রেজা, সদস্য মাহাবুবুল ইসলাম, অপূর্ব লাল সরকার, প্রবীর বিশ্বাস ননী, ওমর আলী সানি প্রমুখ।

উল্লেখ্য, প্রকাশিত সংবাদের জেরধরে দৈনিক ডেসটিনি ও দৈনিক সত্য সংবাদের আগৈলঝাড়া প্রতিনিধি তপন বসুর বিরুদ্ধে উপজেলার আস্কর সাতশিমুলিয়া পল্লীর তথাকথিত এনজিও গজফেল ওরফে বাংলাদেশ মিশন সার্ভিসের পরিচালক জন নিহার রঞ্জন বিশ্বাসের বড় ভাই অবসরপ্রাপ্ত শিক্ষক জ্যাকব বিশ্বাস হয়রানির উদ্দেশ্যে একটি মিথ্যে মানহানীকর মামলা দায়ের করেন। আগৈলঝাড়া থানার তৎকালীন এস.আই মাহাবুব জ্যাকব বিশ্বাসের দায়ের করা মিথ্যা মামলার কোন তদন্ত ছাড়াই ২০১০ সালের ৯ মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। অপরদিকে সাংবাদিক তপন বসুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন অনলাইন দৈনিক গৌরনদী ডট কম’র নেতৃবৃন্দ। এক বিবৃতিতে গৌরনদী ডট কমের উপদেষ্টা জহুরুল ইসলাম জহির, সম্পাদক খোকন আহম্মেদ হীরা, প্রকাশক ফাহিম মুরশেদ, ষ্টাফ রির্পোটার এইচ.এম সুমন, বিশেষ প্রতিনিধি আহম্মেদ জালাল, এম.মিরাজ হোসেন, সাইদ মেমন, শুভব্রত দত্ত, কালকিনি প্রতিনিধি মোঃ বিল্লাল হোসেন, উজিরপুর প্রতিনিধি মোঃ মিজানুর রহমান মিজান, বাকেরগঞ্জ প্রতিনিধি দানিসুর রহমান লিমনসহ অন্যান্য নেতৃবৃন্দরা সাংবাদিক তপন বসুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।