উজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে যুবককে হত্যা

জেরধরে মিলন মৃধা নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে বাড়ির উঠানের একটি বাঁশে ঝুলিয়ে রেখেছে প্রতিপক্ষের লোকজনে। ঘটনাটি ঘটেছে বুধবার  গভীর রাতে। পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার ঘটনায় আবুল কাসেম, তার স্ত্রী কুলসুম ও ফাতেমা বেগমকে গ্রেফতার করেছে। এ ঘটনায় নিহতের ভাই মনিরুজ্জামান মৃধা বাদি হয়ে ১৫ জনকে আসামি করে উজিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কেশবকাঠী গ্রামের মন্নান মৃধার পুত্র মিলন মৃধা পিতা মাতার সাথে ঘরে ঘুমিয়েছিল। গত বুধবার দিবাগত রাতে তার চাচাত ভাই ফয়েজ মৃধার নেতৃত্বে একদল সন্ত্রাসী কৌশলে মিলন মৃধাকে ঘরের দরজা খুলতে বললে মিলন চাচাত ভাইয়ের কন্ঠ শুনে দরজা খুলে দিলে অতর্কিত ভাবে মিলনকে তারা মারধর করে। এসময় মিলনের অন্ডকোষ চেপে ফাটিয়ে ফেলা হয়। এক পর্যায়ে হামলাকারিরা মিলনের মৃত্যু নিশ্চিত ভেবে হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে ঘরের সামনের লাউয়ের ঝাঁকার একটি বাঁশের সাথে ঝুলিয়ে রাখে। গতকাল বৃহস্পতিবার ভোরে উজিরপুর থানা পুলিশ মিলনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।