গৌরনদীতে হামলায় স্বামী-স্ত্রী জখম

লোকজনে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করেছে স্বামী ও স্ত্রীকে। ঘটনা দুটি ঘটেছে গত বুধবার (১৬ ফেব্রয়ারি)। মুর্মুর্ষ অবস্থায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সুন্দরদী গ্রামের ব্যবসায়ী শাহিন ফকিরের সাথে পাশ্ববর্তী বাড়ির কালাচাঁন দাসের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। বুধবার দুপুরে কালাচাঁন ও তার লোকজনে বিরোধপূর্ণ সম্পত্তিতে ঘর উত্তোলন করতে যায়। এ সময় তাদের বাঁধা দেয়ায় শাহীন ফকির ও তার স্ত্রী শিল্পী বেগমকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। আহতদের গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।