গৌরনদীর বিবদমান যুবদলের দু’গ্রুপে ঐক্যের বাতাস

Gournadi BNPগত কয়েকদিন পূর্বেও দু’গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি সভা-সমাবেশ ও কর্মসূচীতে বিব্রতকর পরিস্থিতিতে পরতে হয়েছে এখানকার বিএনপি ও তার সহযোগী সংগঠনের তৃণমূল পর্যায়ের ত্যাগী-নির্যাতিত নেতা-কর্মী ও সমর্থকদের। গতকাল শুক্রবার উপজেলা যুবদলের আহবায়ক আলহাজ্ব মাসুদ হাসান মিটু গ্রুপের যুগ্ন আহবায়ক মরহুম কাজী জসিমের চেহলাম উপলক্ষে দু’গ্রুপের নেতা-কর্মীরা পূর্বের সকল ভেদাভেদ ও গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধ ভাবে চেহলাম অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

উপজেলার বিল্লগ্রামস্থ মরহুম কাজী জসিমের বাড়িতে দুপুর দুইটায় অনুষ্ঠিত চেহলাম অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা উপজেলা যুবদলের বিবদমান দু’গ্রুপের ঐক্যবদ্ধতা দেখে সকলেই সাধুবাদ জানিয়েছেন। চেহলাম অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শাহ আলম খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কালিয়া দমন গুহ, বরিশাল জেলা উত্তর বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার এম.আলম, গৌরনদী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, বরিশাল জেলা উত্তর যুবদলের সাধারন সম্পাদক বদিউজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান তাইফুর রহমান কচি, পৌর বিএনপির সাধারন সম্পাদক শাহ আলম ফকির, গৌরনদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য সৈকত গুহ পিকলু, উপজেলা যুবদলের আহবায়ক যথাক্রমে সফিকুল ইসলাম শরীফ স্বপন, আলহাজ্ব মাসুদ হাসান মিটু, পৌর যুবদলের আহবায়ক যথাক্রমে জাকির হোসেন শরীফ, নান্না খান, যুগ্ন আহবায়ক গোলাম মোর্শেদ মাসুদ, রফিক চোকদার, বাটাজোর ইউনিয়ন যুবদলের সভাপতি আলমগীর মোল্লা, সাধারন সম্পাদক জামাল সরদার, পৌর ছাত্রদলের আহবায়ক মোল্লা মাহফুজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, শীঘ্রই বৈঠকের মাধ্যমে পূর্বের সকল ভেদাভেদ ভুলে উপজেলা যুবদলের বিবদমান দুটি কমিটি বিলুপ্ত ঘোষনা করে সর্বসম্মতিক্রমে একটি কমিটি গঠন করা হবে।