সাতটি ইউনিয়নে চলছে চেয়ারম্যান প্রার্থীদের গণসংযোগ

ইউনিয়নে পুরোদমে শুরু হয়ে গেছে সরকারদলীয় সম্ভ্রাব্য ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীদের গণসংযোগ ও উঠান বৈঠক। উপজেলার সাত ইউনিয়নের প্রত্যেকটিতে আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকদের মধ্য থেকে একজনকে দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কমিটির নেতৃবৃন্দরা। অপরদিকে দলীয় মনোনয়ন লাভের আশায় আওয়ামীলীগের ইউনিয়ন কমিটির বাহিরেও  গণসংযোগ ও উঠান বৈঠক করে এলাকায় আলোড়ন সৃষ্টি করছেন একাধিক প্রার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মতলেব হোসেন মাতুব্বর ও সাধারন সম্পাদক অখিল চন্দ্র দাস দু’জনেই দলের মনোনয়ন পাবার আশায় গণসংযোগ করে যাচ্ছেন। তাদের দু’জনের মধ্য থেকে যেকোন একজনকেই দলের মনোনয়ন দেয়া হবে এমনটাই আশা করছেন তারা।

অপরদিকে ওই ইউনিয়নে দীর্ঘদিন থেকে গণসংযোগ ও উঠান বৈঠক করে যাচ্ছেন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রণব রঞ্জন বাবু দত্ত। গতকাল বিকেলে পূর্ব ডুমুরিয়ার ওমেদআলীর ভাঙ্গা নামকস্থানে উঠান বৈঠক করেছেন বাবু দত্ত। স্থানীয় সমাজসেবক আলহাজ্ব কাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ওই বৈঠকে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তার হাওলাদার, আঃ হক সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক হুমায়ুন কবির বিশ্বাস, চেয়ারম্যান প্রার্থী প্রনব রঞ্জন বাবু দত্ত প্রমুখ।

বার্থী ইউনিয়নে সরকারদলীয় সমর্থকদের মধ্যে গণসংযোগ ও উঠান বৈঠক করে যাচ্ছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ আনিসুর রহমান আনিস। ওই ইউনিয়নে সরকার দলীয় সমর্থকদের মধ্যে অন্য কারো নাম এখনো শোনা যায়নি।

চাঁদশী ইউনিয়নে সরকার দলীয় প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কৃষ্ণ কান্ত দে।

মাহিলাড়া ইউনিয়নে সরকারদলীয় সমর্থকদের মধ্যে একমাত্র গণসংযোগ ও উঠান বৈঠক করে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও  উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য সৈকত গুহ পিকলু। ওই ইউনিয়নে আওয়ামীলীগ ও বিএনপির মধ্য থেকে এখনো অন্য কোন প্রার্থীর নাম শোনা যায়নি।

নলচিড়া ইউনিয়নে দলীয় মনোনয়ন লাভের আশায় গত শুক্রবার গৌরনদীর নলচিড়া এলাকার পীরে কামেল মীর কুতুব শাহর মাজার জিয়ারত করে গণসংযোগ ও উঠান বৈঠক শুরু করেছেন নলচিড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও স্বেচ্ছাসেবী সংস্থা উন্নয়ন প্রচেষ্ঠার নির্বাহী পরিচালক এইচ.এম শাহজাহান কবীর। ওই ইউনিয়নে সরকার দলীয়দের মধ্যে আরো গণসংযোগ করে যাচ্ছেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক গোলাম হাফিজ মৃধা ও সাবেক ছাত্রলীগ নেতা খোকন মল্লিক।

বাটাজোর ইউনিয়নে দলীয় মনোনয়ন লাভের আশায় দীর্ঘদিন থেকে গণসংযোগ করে যাচ্ছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ সাইদুর রহমান সাঈদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রব হাওলাদার ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন দুলু।

সরিকল ইউনিয়নে দলীয় মনোনয়ন লাভের আশায় গণসংযোগ ও উঠান বৈঠক অব্যাহত রেখেছেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক খন্দকার শাহ আলম মঞ্জু।

তবে সকলেরই দৃষ্টি এখন দক্ষিণাঞ্চলের একমাত্র রাজনৈতিক অভিভাবক, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর ওপর। তিনি যাকেই মনোনয়ন দেবেন সেই হবেন সংশ্লিষ্ট ইউনিয়নের দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী। এমনটাই জানিয়েছেন দলের একাধিক নেতা-কর্মীরা।