দু’মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

৭ নং ওয়ার্ডের সম্ভ্রাব্য দু’ইউপি সদস্য (মেম্বার) প্রার্থীর সমর্থকদের মধ্যে শনিবার রাতে ভুরঘাটা বাসষ্ট্যান্ড এলাকায় দফায় দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এতে উভয় গ্র“পের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

প্রত্যক্ষদর্শী ও আহত সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে আটটার দিকে ওই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ কামাল হোসেন ফকিরের সমর্থক বাবু ফকির এলাকায় প্রভাব বিস্তারের জন্য অপরপ্রার্থী আওয়ামীলীগ নেতা বাবুল বেপারীর সমর্থকদের ওপর হামলা চালায়। এসময় বাবুলের সমর্থকেরাও পাল্টা হামলা চালায়। পরবর্তীতে কামালের সমর্থক খাঞ্জাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ কাজীর নেতৃত্বে বাবুলের সমর্থকদের ওপর এবং ভুরঘাটা বাসস্ট্যান্ডের একটি দোকানে হামলা চালিয়ে বাবুলের সমর্থকদের অবরুদ্ধ করে রাখে। কয়েক দফা হামলা ও পাল্টা হামলায় উভয় গ্র“পের সেলিম বেপারী, মোর্শেদ বেপারী, বরাদ বেপারী, রশিদ বেপারী, ফিরোজ কাজী, বাবু ফকিরসহ কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর পেয়ে গৌরনদী থানার উপ-পুলিশ পরিদর্শক (এস.আই) অসীমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে অবরুদ্ধদের মুক্ত করেন। এ ঘটনায় গতকাল রবিবার সকালে মোর্শেদ বেপারী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।