শহর এলাকায় বিশেষ টহল ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরিশাল কোতয়ালী থানাধীন উত্তর সাগরদী এলাকার শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোঃ জাহিদুল ইসলাম জাহিদ তার সহযোগীদের নিয়ে অস্ত্র-গুলি সহ ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে তার বাড়িতে শলাপরামর্শ করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর র্যাবের টহল দলটি ঘটনাস্থল বরিশাল কোতয়ালী থানাধীন উত্তর সাগরদী খালপাড় সড়কস্থ শীর্ষ সন্ত্রাসী মোঃ জাহিদুল ইসলাম জাহিদ(২৮) এর বসতবাড়িতে উপস্থিত হয়ে বাড়িটি ঘিরে ফেলে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ঘরের চালার টিন ফাঁকা করে কৌশলে পালানোর চেষ্টাকালে আজ সময় আসামী মোঃ জাহিদুল ইসলাম জাহিদ(২৮), পিতা হবিবুর রহমান, সাং উত্তর সাগরদী খালপাড় সড়ক, থানাঃ কোতয়ালী, বিএমপি, বরিশালকে আটক করে। এ সময় ধৃত আসামীর ২/৩ জন সহযোগী পালিয়ে যায়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা ধর্তব্য অপরাধ সংঘটনের উদ্দেশ্যে শলাপরামর্শ করছিলো। অস্ত্র-গুলির বিষয়ে র্যাবের জিজ্ঞাসাবাদে সে জানায় যে, তার হেফাজতে অস্ত্র-গুলি রক্ষিত আছে। পরবর্তীতে গত মঙ্গল বার দিবা গত রাত সোয়া ১ টার সময় ধৃত আসামীর টিনশেড বসত বিল্ডিংয়ের দক্ষিণ-পূর্ব কোণের শয়ন কক্ষে থাকা খাটের তোশকের নিচ হতে ০১ টি ওয়ান শুটারগান ও ০১ টি কার্তুজ মোঃ জাহিদুল ইসলাম জাহিদ নিজ হাতে বের করে দেয়। জানা যায় যে, ধৃত আসামী মোঃ জাহিদুল ইসলাম জাহিদ(২৮) তার সহযোগীদের নিয়ে উত্তর সাগরদী এলাকা সহ বিভিন্ন এলাকায় অস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজি করে আসছিলো। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
র্যাব কতৃর্ক উদ্ধারকৃত মাদক জনসম্মুখে ধ্বংশ
র্যাব-৮, সিপিসি-১ কর্তৃক বিভিন্ন সময় অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্য ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে কোর্ট চত্ত্বরে ধ্বংসকরণ প্রসঙ্গে। মাদক বিরোধী অভিযানে র্যাব-৮ সবসময়ই অগ্রগামী ভূমিকা পালন করে আসছে। বরিশাল বিভাগীয় জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা পিরোজপুর, ঝালকাঠি ও ভোলাতেও র্যাবের মাদক বিরোধী অভিযানের সংখ্যা ছিলো উলে¬খযোগ্য। বিগত সময়ে র্যাবের বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত উলে¬খ যোগ্য পরিমান মাদকদ্রব্য বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক ধ্বংসের জন্য অনুমতি দেয় এবং অদ্য আজ বেলা সোয়া দুই টার সময় জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জনাব মোঃ মোছাদ্দেক মিনহাজ এবং জনাব মোঃ আবুল কালাম আজাদ এর উপস্থিতিতে ৬০০গ্রাম গাঁজা এবং ১কেজি হেরোইন জনসম্মুখে ধ্বংস করা হয়। র্যাব কর্তৃক মাদক বিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।