চারটি ব্রীজ ধসে পড়ায় জনসাধারনের চরম ভোগান্তি

শিক্ষার্থীসহ কয়েক গ্রামের হাজারো মানুষের। জনগুরুত্বপূর্ণ আয়রন ব্রিজ চারটি দীর্ঘদিন যাবত ধসে পড়ায় জনসাধারনের চরম ভোগান্তি পোহাতে হলেও ব্রিজগুলো পূর্ণ সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগ থেকে নেয়া হয়নি কোন উদ্যোগ।

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল-ভালুকশী সড়কের পশ্চিমসমরসিংহ জামে মজসিদ সংলগ্নস্থানে একটি, নলচিড়া-হাজীপাড়া সড়কের পাশ্ববর্তী শংকরপাশায় একটি, নলচিড়া-হোসনাবাদ সড়কের দুলাল খানের বাড়ির সম্মুখে একটি ও নলচিড়া বাজার সংলগ্ন ছালাম ফকিরের বাড়ির সম্মুখের একটিসহ মোট চারটি আয়রন ব্রিজ দীর্ঘদিন যাবত ধসে পড়ায় জনসাধারনের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। অথচ ব্রিজগুলো পূর্ণ সংষ্কারের জন্য নেয়া হয়নি কোন উদ্যোগ। স্থানীয়রা দ্রুত ভাবে ব্রিজগুলো পূর্ণনির্মানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসী ও সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা গেছে, এলজিইডির অধীনে গত ১৭ বছর পূর্বে আহম্মদকাঠী-পশ্চিম সমরসিংহ খালের ওপর ৪ লক্ষ ৪০ হাজার ব্যয়ে একটি আয়রন ব্রিজ নির্মান করা হয়। গত ছয়মাস পূর্বে ব্রিজটি ধসে পরে। ফলে গুরুত্বপূর্ণ ওই সড়কে চলাচলকারী জনসাধারন ও স্কুলের ছাত্র-ছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত ধসে পড়া ব্রিজ দিয়ে চলাচল করছেন। একই ভাগে গত ছয়মাসের মধ্যে অন্যান্য ব্রিজ তিনটিও ধসে পরে। এ ব্যাপারে গৌরনদী উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ব্রিজ নির্মানের ব্যাপারে প্রকল্প গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলেই বাস্তবায়েন কাজ শুরু করা হবে।