এ সময় বাড়ি-ঘর ভাংচুর ও ঘরের মালামাল লুটপাট করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল শুক্রবার ১০টায় পৌর এলাকার দক্ষিণ রাজদী গ্রামে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত পৌর নির্বাচনে মেয়র পদের প্রার্থীদের পক্ষ-বিপক্ষ করাকে কেন্দ্র করে বাদল মোল্লা ও বসার সিকদারের মাঝে বাক-বিতন্ডা হলে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে জাকির মোল্লা(৪৫), বসার সিকদার(৫০), জাহাঙ্গির মোল্লা(৪৫), আলাউদ্দিন বেপারী(৬২), জেরিন(৮), মাজেদ সিকদার(৬০), কুলসুম বেগম(৪৫), আলামিন মোল্লা(২৫), মাসুদা বেগম(৪৫), সার্থী(২৫), জুলেখা(৪৫), কোহিনুর (৪৫), বাদশা সিকদার(৩০) ও সালমা(৩০) আহত হয়েছে। এ ঘটনায় বসার সিকদারের পক্ষের লোকজনের বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।