কালকিনির ইটভাটা থেকে শিকল বাঁধা শ্রমিক উদ্ধার ॥ ২ জন গ্রেফতার

বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে এমআরবি ব্রিকফিল্ড থেকে বাংলাদেশ মানবাধিকার কমিশন মাদারীপুর শাখার সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব ইটভাটার ব্যবস্থাপক ও শ্রমিক সর্দারকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত শ্রমিক মিজানুর রহমান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হাওলাভাঙ্গী গ্রামের ভ্যানচালক কামাল হোসেনের ছেলে। এ সময় ভ্রাম্যমান আদালত তিনটি ইটভাটাকে অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

মাদারীপুর র‌্যাব-৮ এর ক্যাম্প কমান্ডার ফ্লা.লে. মো.শামীম সরকার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে র‌্যাব -৮ মাদারীপুর এর একটি বিশেষ দল বাংলাদেশ মানবাধিকার কমিশন মাদারীপুর শাখার সহযোগিতায় জেলার কালকিনি উপজেলার ধুলগ্রাম এলাকার এমআরবি ব্রিক ফিল্ডে অভিযান চালায়। এ সময় ইট ভাটার ৩ নং ব্রাক থেকে শেকল বাঁধা অবস্থায় শ্রমিক মিজানুর রহমান নামের এক যুবককে উদ্ধার করে র‌্যাব। এ ঘটনায় ইটভাটা মালিক মাহবুবর রহমান আবু ভুইয়া (৭০), ভাটা ম্যানেজার গৌরাঙ্গ বিশ্বাস (৬০) ও শ্রমিক সরদার ইয়াসিনকে (৩০) আসামী করে কালকিনি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে’।   

উদ্ধারকৃত যুবক মিজানুর রহমান জানায়, ‘গত দুই মাস আগে শ্রমিক সরদার ইয়াসিনের আত্মীয় অহিদুল আমাকে সাড়ে সাত হাজার টাকা অগ্রিম দিয়ে ইট ভাটায় কাজ করার কথা বলে নিয়ে আসে। তার কয়েক দিন পর আমি বাড়ি চলে যেতে চাইলে আমাকে দুই পায়ে দিন-রাত শিকল দিয়ে বেঁধে রাখতো এবং এভাবেই শিকল বাঁধা অবস্থায় আমাকে দিয়ে কাজ করাতো’। মিজান কেঁদে কেঁদে আরো বলে, ‘কয়েক দিন আগে ইট ভাটা মালিক আমাকে দেখতে এসে বলে, শালাকে ভাটায় তুলে দে, পুড়ে যাক’। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন চৌধুরী এমআরবি ব্রিকস ফিল্ডকে অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে’। বাংলাদেশ মানবাধিকার কমিশন মাদারীপুর শাখার সভাপতি সৈয়দ আমজাদ আলী বলেন, ‘আমরা ইটভাটায় শিকল বেঁধে শ্রমিক দিয়ে কাজ করানোর খবরটি শুনতে পেয়ে মানবাধিকার কমিশনের স্থানীয় নেতৃবৃন্দ, র‌্যাব ও পুলিশ এর নেতৃত্বে ছেলেটিকে উদ্ধার করা হয়। ঘটনাটি খুবই স্পর্শকাতর ও মানবাধিকার লংঘিত হয়েছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার প্রত্যাশা করছি’।