যুক্তরাষ্ট্র লিবিয়ায় হামলার পরিকল্পনা করছে

হুগো শ্যাভেজতা তিনি জানেন না, তাই তিনি বন্ধুর নিন্দা করবেন না।

শ্যাভেজ আবারো কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুক্তরাষ্ট্র লিবিয়ার তেলসম্পদ পাওয়ার জন্য সেদেশে হামলা চালাতে চায়। ভেনিজুয়েলার রাজধানীতে শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট বলেন, ‘সকলে গাদ্দাফিকে হত্যাকারী বললেই শ্যাভেজও কি তাই বলবে ? কারণ এ ঘটনা সত্য কিনা তা আমি জানি না। ক্ষেত্রে আমি তার প্রতি নিন্দা জানাতে পারছি না। এটা করলে আমি কাপুরুষ হিসেবে গণ্য হবো। কেননা তিনি দীর্ঘদিনের বন্ধু।’ মার্কিন প্রতিরা বিভাগ সোমবার জানায়, তাদের দেশের নৌ ও বিমান বাহিনীর সদস্যরা লিবিয়ার কাছে অবস্থান গ্রহণ করছে। পশ্চিমা দেশগুলো সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের বিষয় বিবেচনা করছে। সরকারি কর্মকর্তারা বেসামরিক নাগরিকদের রায় লিবিয়ার আকাশে বিমান উড্ডয়ন নিষিদ্ধ করার ব্যাপারে আলোচনা করেন।

শ্যাভেজ বলেন, ‘যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা লিবিয়ায় হামলা চালাতে প্রস্তুত রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের প্রায় সকল দেশ লিবিয়ার নিন্দা জানায়। শ্যাভেজ জোর দিয়ে বলেন, লিবিয়ার তেলসম্পদ করায়ত্ত করতেই তারা এ হামলা করতে চায়।’ বৃহস্পতিবার শ্যাভেজ লিবিয়ার ‘স্বাধীনতার’ প্রশংসা করে বলেন, গাদ্দাফি তার দেশে একটি গৃহযুদ্ধ মোকাবেলা করছেন।

 

সংগ্রহ: ওয়েব