মিলকি ওয়ের বাইরে নতুন গ্রহের সন্ধান পেয়েছে

আর এ সন্ধান পেয়েছেন ইতালির একদল বিজ্ঞানী। বিজ্ঞানীরা এ পর্যন্ত প্রায় ৫০০ গ্রহের সন্ধান পেলেও এর আগে মিলকি ওয়ের বাইরে কোনো গ্রহের সন্ধান এর আগে পাননি। জার্নাল অব সায়েন্সে প্রকাশিত প্রবন্ধে এ গ্রহ আবিষ্কারের বিষয়টি জানানো হয়েছে। নতুন এই গ্রহটির খোঁজ পাওয়া গেছে এন্ড্রোমিডা ছায়পথে। নতুন এ গ্রহের নাম এইচআইইপি 13044b। হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে গঠিত এই গ্রহ বৃহস্পতির চেয়েও ২৪ গুণ বা পৃথিবীর চেয়ে ৪০০ গুণ ভারি। পৃথিবী থেকে এটির দূরত্ব প্রায় দু’ হাজার আলোকবর্ষ। নতুন এই গ্রহটি একটি মৃত্যুপথযাত্রী নক্ষত্রের চারপাশে ঘুরছে। মৃত্যুপথযাত্রী ওই নক্ষত্র এরই মধ্যে তার সব হাইড্রোজেন জ্বালানি নিঃশেষ করে ফেলেছে। এ ছাড়া জীবনের শেষ পর্যায়ে এসে নক্ষত্র এক ব্যাপক বিস্তার ঘটে- জ্যোর্তিবিজ্ঞানীরা এক লোহিত দানব পর্যায়ে বলে অভিহিত করেন।

এ পর্যায়ে নক্ষত্রের আশে পাশে পৃথিবীর মতো যে সব পাথুরে গ্রহ রয়েছে সেগুলো মৃত্যুপথযাত্রী নক্ষত্র খেয়ে ফেলে। এরপর আবার নক্ষত্রটি সংকোচন শুরু হয়। এ পর্যায়ে নক্ষত্র নিজের হিলিয়াম পোড়ায়। এইচআইইপি 13044b যে নক্ষত্রের চারপাশে ঘুরপাক খাচ্ছে সেটি এ ভাবে এখন হিলিয়াম পোড়াচ্ছে। তবে নক্ষত্র যখন লোহিত দানব পর্যায় অতিক্রম করে তখন নিজ কক্ষের সব গ্রহকে ধ্বংস করে দেয় বলে জ্যোর্তিবিজ্ঞানের জগতে যে কথা প্রচলিত আছে তাকে মিথ্যা প্রমাণ করেছে নতুন এ গ্রহ। এ জন্য গ্রহটি বিশ্বের বিজ্ঞানীদের কাছে বাড়তি কৌতুহলের সৃষ্টি করেছে। এর মাধ্যমে বিজ্ঞানীরা নতুন কোনো তথ্য পাবেন। আমাদের সৌর জগনের মধ্যমনি সূর্যও আজ থেকে ৫০০ কোটি বছর পরে লোহিত দানবের পর্যায়ে পৌছাবে বলে বিজ্ঞানীদের হিসাব কষে দেখতে পেয়েছেন।