বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে ঐক্যের কোন বিকল্প নেই। জাতীয়পার্টিসহ মহাজোটের অন্যান্য শরিক দল ও বাংলার জনগনের সহযোগীতায়ই ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব। কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহান মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর কমান্ডার আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ গত মঙ্গলবার মহাজোটের শরিকদল জাতীয়পার্টির উদ্যোগে আগৈলঝাড়ার সেরালে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। গৌরনদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি এডভোকেট মোঃ ইউনুস আলী বেপারীর সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির নেতা আকবর আলী খান, জাতির হোসেন, আমিনুল ইসলাম ফকির, মিজানুর রহমান, মোঃ আবুল কাসেম, আইউব আলী সরদার, আবু সালেক চোকদার প্রমুখ।