গৌরনদীর সরিকল ইউনিয়নের নির্বাচন স্থগিত

নির্বাচন স্থগিত করা হয়েছে। স্থগিত করা ইউনিয়নের নির্বাচন আগামী ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। ওই ইউনিয়নের একজন চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হলে তিনি উচ্চ আদালতে রিট আবেদন দায়ের করলে আদালত এ রায় ঘোষনা করেন। গতকাল সোমবার বাতিল করা চেয়ারম্যান পদপ্রার্থী সুভাষ হালদারকে বই প্রতীক বরাদ্দ করা হয়।

সরিকল ইউনিয়নের রিটানিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার রতন কুমার মন্ডল জানান, সরিকল ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুভাষ হালদার। পুলিশের তালিকাভুক্ত র্শীর্ষ সন্ত্রাসীর অভিযোগ এনে অপর চেয়ারম্যান পদপ্রার্থীরা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে সুভাষ হালদারের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করা হয়। পরবর্তীতে তিনি (সুভাষ হালদার) এ ঘোষনা অবৈধ দাবি করে গত ২৪ মার্চ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বেঞ্চে একটি রিট আবেদন দায়ের করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মনতাজ উদ্দিন আহম্মেদ ও গবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চে সুভাষ হালদারের মনোনয়নপত্র বাতিলের বিষয়টি অবৈধ ঘোষনা করে নির্বাচন স্থগিত রেখে আগামি ৩ এপ্রিল নির্বাচনের তারিখ নির্ধারন করেন। রবিবার রাতে উচ্চ আদালতের রায়ের কপি হাতে পেয়ে সরিকল ইউনিয়নের নির্বাচন স্থগিত রাখার ঘোষনা করা হয়। গতকাল সোমবার চেয়ারম্যান পদপ্রার্থী সুভাষ হালদারকে তার নির্বাচনী প্রতীক বই মার্কা বরাদ্দ দেয়া হয়েছে। এদিকে সর্বহারা কামরুল গ্র“পের আঞ্চলিক নেতা সুভাষ হালদারের মনোনয়ন বৈধ ঘোষনার খবর সরিকল ইউনিয়নের সর্বত্র ছড়িয়ে পড়লে সাধারন ভোটার ও অন্যান্য চেয়ারম্যান পদপ্রার্থীদের মাঝে চরম আতংক নেমে আসে। ভোটাররা সঠিক ভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারবেন কিনা এ নিয়ে এখনই শংকিত হয়ে পরেছেন।