বঙ্গবন্ধু লেক আধুনিকায়ন করতে ৫ কোটি টাকার প্রকল্প

টাকা ব্যয়ে প্রকল্প হাতে নিয়েছে গনপুর্ত বিভাগ।

বরিশাল নগরীর বিভিন্ন স্থানে অবস্থিত লেকগুলোকে সৌন্দর্য বর্ধনে বিসিসি মেয়র শওকত হোসেন হিরন ওয়াদাবদ্ধ। এরই অংশ হিসেবে বঙ্গবন্ধু লেকটি জাইকা ও গনপুর্ত বিভাগের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। আগামী মে মাস নাগাদ প্রকল্পের কাজ শুরু হবে বলে গনপুর্ত বিভাগ কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র জানায়, নগরীকে আধুনিক ও দৃষ্টি নন্দিত করতে বিসিসি মেয়র বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন। এর ধারাবাহিকতায় নগরীর বিভিন্ন সড়কের সৌন্দর্য বর্ধনের পাশাপাশি বঙ্গবন্ধু লেকের চারপাশে সৌন্দর্য বর্ধনের এ প্রকল্প হাতে নেয়। বিসিসি মেয়র নগরীতে বসবাসরত জনসাধারণকে বাড়তি আনন্দ দেয়ার লক্ষ্যে গত বছর বঙ্গবন্ধু উদ্যানের পাশে অবস্থিত এ লেকের সৌন্দর্য বর্ধনের ঘোষনা দেন। সে ঘোষনা বাস্তবায়নের লক্ষ্যে মেয়রের সহযোগীতায় ৫ কোটি টাকার একটি বরাদ্দ পত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে ১ কোটি ৩৮ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে ঐ প্রকল্পের জন্য।

সূত্র আরো জানায়, লেকের সৌন্দর্য বর্ধনের জন্য চার পাশে ওয়াকওয়ে, ফেন্সি গ্রিল, গেট, লাইট, বসার জন্য বেঞ্চ, স্ট্রিট লাইট, শোভা বর্ধনীয় বৃক্ষ রোপন ও আকর্ষনীয় গেট নির্মাণ করা হবে। আগামী মে মাসের প্রথম দিকে লেকের সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে বরিশাল গনপুর্ত বিভাগের নিবার্হী প্রকৌশলী আরিফুর রহমান বলেন, লেকের সৌন্দর্য বর্ধনের জন্য ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে ১কোটি ৩৮ লাখ টাকার বরাদ্দ এসেছে। আশা করছি মে মাসে কাজ শুরু করতে পারবো। বিসিসি মেয়র অ্যাড.শওকত হোসেন হিরন বলেন নগরীকে আধুনিকভাবে সৌন্দর্য বর্ধন ও দৃষ্টি নন্দিত করতে আরো বহু প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রনায়য়ে অর্থ বরাদ্ধের জন্য পাঠানো হয়েছে। আশা করছি আগমী জুন মাসে সকল প্রকল্পের অর্থ বরাদ্ধ চলে আসবে।