শাবিতে আন্তঃবিভাগ হ্যান্ডবল ফাইনাল অনুষ্ঠিত

প্রতিযোগিতার গতকাল ফাইনাল অনুষ্ঠিত হয়। হ্যান্ডবল মাঠে ফাইনাল খেলায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগ বিভাগ ৩-২ গোলে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সাথে জয়ী হয়।

খেলা শেষে বিবশ্বব্যিালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সালেহ উদ্দিন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগ ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ দলকে যথাক্রমে চ্যাম্পিয়ন ও রানার্স আপ ট্রফি প্রদান করেন। তিনি উভয় দলকে অভিনন্দন জানিয়ে বলেন, এ প্রতিযোগিতাই শেষ নয়; আগামী দিনগুলোতে আরো বিভিন্ন খেলা  হবে। তবে অবশ্যই খেলাধুলার পাশাপাশি লেখাপড়ার প্রতিও আরো মনোযোগী হতে হবে। এদিকে মেয়েদের খেলায় লালদল চ্যাম্পিয়ন এবং সবুজদল রানার্স আপ হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল, গণিত বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ সাজেদুল করিম, প্রক্টর প্রফেসর ড. এস এম সাইফুল ইসলাম, সহকারী প্রক্টর ড. মোঃ আব্দুল গনি ও ড. দীপেন দেবনাথ, শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক চৌধুরী সউদ বিন আম্বিয়া প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।