রূপসি পাড়ায় সেনা চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

Alikadam Military রোগার্ত জনগণের মাঝে চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হচ্ছে। সেনা বাহিনীর আলীকদম জোনের তত্ত্বাবধানে গত ৪ এপ্রিল রূপসিপাড়া আর্মি ক্যাম্প কর্তৃক ২৩০ জন রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ আস্হাব উদ্দীন, এনডিসি, পিএসসি। এছাড়াও বান্দরবান রিজিয়ন কমা-ার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ এমাদুল হক, এনডিসি, পিএসসি ও আলীকদম জোন কমা-ার লেঃ কর্ণেল এস এম ইমরানউজ্জামান উক্ত ক্যাম্পেইন এর সময় উপস্থিত ছিলেন।

জানা গেছে, দুর্গম পাহাড়ি এলাকার জনগণকে সেনা বাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। এ ধারাবাহিকতায় লামার রূপসি পাড়া আর্মি ক্যাম্প কর্তৃক ২৩০ জন দুঃস্থ জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দেয়া প্রত্যয়ে সেনা বাহিনী কর্তৃক এ চিকিৎসা ক্যাম্প আয়োজন করেন। দুঃস্থ জনগণের কল্যাণে সেনা বাহিনীর এ মহতী উদ্যোগ এলাকায় ভূয়সী প্রশংসা অর্জন করেছে।