বাকেরগঞ্জ প্রেসক্লাবে হামলা

সংগ্রহিতঃ-
গত ২৭ জানুয়ারী বুধবার বাকেরগঞ্জ প্রেসক্লাবে কতিপয় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে নির্বিঘেœ লুট করেছে প্রেসক্লাবের প্রায় ২লক্ষ টাকার মালামাল। এসময় সন্ত্রাসীদের হাতে আহত হয়েছে সাংবাদিক হাবিবুর রহমান ও আতাউর রহমান। সন্ত্রাসীরা এ হামলার জন্য পরিকল্পনা করেছিল গত কয়েকদিন থেকেই। সদ্য প্রেসক্লাব থেকে বহির্ভূত চাঁদাবাজ জাকির জোমাদ্দার ও লিমন ছাত্রলীগ নাম ধারী সন্ত্রাসীদের নিয়ে এ হামলা ও লুটপাট চালিয়েছে। সদর রোডে প্রকাশ্যে এই জঘন্য বর্বরোচিত লুটপাটের ঘটনা স্বাধীনতার পর কেউ দেখেনি। ইতিপুর্বেই বহিস্কৃতদের নামে বাকেরগঞ্জ থানায় ১৯ জানুয়ারী একটি সাধারন ডায়রী করা হয় জাহার নং-৭০২। ওই ডায়রীতে এ পরিকল্পনার কথা থানা কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। থানার এত কাছে হওয়া সত্তেও নির্বিঘ্নে এই লুটের ঘটনায় আইনশৃঙ্খলায় পরিস্থিতি এখন প্রশ্নবিদ্ধ হয়ে পরেছে। সন্ত্রাসীরা প্রেসক্লাব থেকে মালামাল লুট করার সময় বাধা দিলে সাংবাদিক হাবিবুর রহমান ও আতাউর রহমানের উপর বর্বরোচিত অত্যাচার চালানো হয়। এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় তাৎক্ষনিক অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত মালামাল উদ্ধার করা হয়নি। সন্ত্রাসীরা প্রকাশ্যে জীবননাশের হুমকি দিয়ে আসছে। প্রেসক্লাবের সাংবাদিকদের উপর হামলা ও মালামাল লুটের ঘটনায় নিন্দা জানিয়েছে বাকেরগঞ্জ সাংসদ রুহুল আমিন হাওলাদরসহ স্থানীয় গন্যমান্য ও সকল স্তরের জনগন।

সংগ্রহ: দৈনিক মতবাদ, বরিশাল ২৮/১/২০১০