আজকের বার্তা অফিস উড়িয়ে দেয়ার হুমকীর প্রতিবাদে মানববন্ধন

দৈনিক আজকের বার্তা পত্রিকা অফিস উড়িয়ে দেয়ার হুমকির প্রতিবাদে দক্ষিনাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে নিন্দার ঝড় চলছে। হুমকীদাতা সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালিত হচ্ছে। আজ শনিবার দুপুরে ঢাকার গাজীপুরের ভাওয়াল মির্জাপুরে বিভিন্ন পেশার মানুষ মানব বন্ধন কর্মসূচী পালন করেছে ।

মানব বন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, সত্য সংবাদ প্রকাশে ক্ষিপ্ত হয়ে একটি মহল মিডিয়ার কন্ঠরোধ করতে দৈনিক আজকের বার্তা অফিস উড়িয়ে দেয়া ও সাংবাদিকদের প্রান নাশের হুমকি দিচ্ছে। অবিলম্বে ওই সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। বক্তারা একই সাথে মাদক নিরাময়ের নামে মানুষ খুন করার দায়ে অভিযুক্ত হলিকেয়ার সেন্টার অবিলম্বে বন্ধেরও দাবী জানান ।

প্রসঙ্গত নগরীর সিএন্ডবি রোডস্থ হলিকেয়ার সেন্টারে গত ১৬ এপ্রিল বিকেলে জাকির হোসেন(৩৮) নামের রোগী নির্যাতনে মারা যায়। এ ঘটনা ধামাচাপা দিতে শুরু থেকেই হলিকেয়ারের পরিচালক মোস্তাফিজুর রহমান সুমনের শেল্টারদাতা মিডিয়া ও প্রশাসন ম্যানেজের চেষ্টা করে। কিন্তু জাকিরকে নির্যাতনে হত্যার বিষয়টি শীর্ষ নিউজ ডটকম, গৌরনদী ডট কম, দৈনিক যুগান্তর, আইএনবি, আঞ্চলিক পত্রিকা আজকের বার্তা, পরিবর্তন, সত্য সংবাদ, বিপ্লবী বাংলাদেশ, শাহনামা, দক্ষিনাঞ্চলে ফলাও করে প্রকাশ হয়েছে। এরইপরিপেক্ষিতে মহলটি সংশ্লিষ্ট সংবাদ কর্মীদের হুমকী দিয়ে আসছে। এরমধ্যে বুধবার দিবাগত গভীর রাতে নগরীর সাংবাদিক মাইনুল হাসান সড়কে অবস্থিত আজকের বার্তা অফিসের সামনে সংবাদ প্রকাশে ক্ষিপ্ত হয়ে এক দল সন্ত্রাসী মহড়া দেয়। একই সঙ্গে সন্ত্রাসীরা আজকের বার্তা পত্রিকা অফিসকে উদ্দেশ্যে করে নানা কটুক্তি করে। এছাড়া অফিসটি গুড়িয়ে দেয়ার হুমকী দিয়ে স্থান ত্যাগ করে।