আদালতের নির্দেশ অমান্য করে রাতের আধাঁরে ঘর নির্মান

ও তার ভাইদের জমি জোড়পূর্বক দখল করে প্রতিপক্ষ প্রভাবশালীরা ঘর নির্মান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অসহায় রিকসা চালক আলাউদ্দিন সরদার গংরা তাদের পৈত্রিক সম্পত্তি থেকে দখল কারীদের উচ্ছেদের জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

গতকাল সোমবার বিকেলে হরিসেনা গ্রামের মৃত কালাই সরদারের পুত্র রিকসা চালক আলাউদ্দিন সরদার গৌরনদী প্রেসক্লাবের উপস্থিত হয়ে অভিযোগ করেন, কাসেমাবাদ গ্রামের প্রভাবশালী আবুল ফয়েজ তালুকদার, রুহুল আমীন তালুকদার, ফজলুল হক তালুকদার ও আনোয়ার হোসেন তালুকদারের দীর্ঘদিন থেকে লোলুপ দৃষ্টি পরে তাদের পৈত্রিক সম্পত্তির ওপর। সে সুবাধে প্রভাবশালীরা ইতোমধ্যে তাদের পৈত্রিক সম্পত্তির এস.এ-৩৯৭  ও ৪০১ খতিয়ানের এস.এ-৩৫০, ৩৫১, ৩৫২, ৩৫৩, ৩৫৪, ৩৫৭ দাগের ৫৭ শতক জমি জালজালিয়াতির মাধ্যমে দখল করে নিয়েছেন। এছাড়াও প্রভাবশালীরা ওই সম্পত্তির ওপরের প্রায় দেড়লক্ষাধিক টাকার গাছ লুট করে নিয়েছে। আলাউদ্দিনের ভাই ভ্যানচালক কামাল সরদার অভিযোগ করেন, উল্টো প্রভাবশালীরা রিকসা চালক আলাউদ্দিন সরদার, তার সহদর ছালাম সরদার, জামাল সরদার, কামাল সরদার গংদের বিরুদ্ধে ১৫টি মামলা দিয়ে হয়রানী করে আসছে। প্রতিটি মামলায়ই তাদের পক্ষে রায় হয়। পৈত্রিক সম্পত্তি রক্ষায় আলাউদ্দিন সরদার প্রভাবশালীদের বিরুদ্ধে বরিশাল আদালতে দুটি মামলা দায়ের করেন। বর্তমানে মামলা দুটি বিচারাধীন রয়েছে। অভিযোগে আরো জানা গেছে, প্রভাবশালীরা যেকোন সময় অসহায় পরিবারের বাকি সম্পত্তি দখল করে নিতে পারেন এ আশংকায় গত ২ জানুয়ারি রিকসা চালক আলাউদ্দিন সরদার আদালতের মাধ্যমে নিজেদের পৈত্রিক সম্পত্তির ওপর ১৪৪ ও ১৪৫ ধারা জারি করান। আদালতের নির্দেশ উপেক্ষা করে প্রভাবশালীরা গত ২৪ এপ্রিল গভীর রাতে রিকসা চালক আলাউদ্দিন গংদের ভোগদখলীয় সম্পত্তিতে জবর দখল করে একটি অস্থায়ী ঘর নির্মান করে। এসময় প্রভাবশালীদের বাঁধা দিতে গেলে সান্টু তালুকদার, সাইদ হোসেন, সাইফুল ইসলাম, খালেক তালুকদার ও তাদের ভাড়াটিয়া লোকজনদের অসহায় পরিবারের সদস্যদের নানা ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেয়। প্রভাবশালীদের অব্যাহত হুমকির মুখে অসহায় দিনমজুর পরিবারগুলোর সদস্যরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে তারা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।