ওএমএস এর চাল উদ্ধারের ২ দিনেও কোন মামলা হয়নি

পাচারের ঘটনায় ২দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত মামলা হয়নি। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে,  উপজেলার বারপাইকা বাজারের ওএমএস ডিলার রবীন্দ্র নাথ হালদার ওএমএস এর ১০ বস্তা চাল রোববার রাতে পাচার করার সময় এলাকাবাসীর হাতে ধরা পরে। এলাকাবাসী ধাওয়া করে ৪ বস্তা চাল উদ্ধার করলেও বাকী চাল নিয়ে ডিলারের লোকজন পালিয়ে যায়। পুলিশ গিয়ে ওই দিন রাতেই ৪ বস্তা চাল উদ্ধার সহ সুশান্তকে গ্রেফতার করে। রাতেই থানায় একটি সাধারণ ডাইরী করে যার নং ৪৬ (৩০/০৪/২০১১)। সুশান্তকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করেন। চাল উদ্ধারের ঘটনার ২দিন পেরিয়ে গেলেও মামলা না হওয়ায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই জসিম জানান, উপজেলা খাদ্য দপ্তরের সরকারী কোন কর্মকর্তা মামলা না করলে তাদের কিছু করার নেই বলে উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস বলেন, পুলিশ চাল উদ্ধার করে প্রাথমিক জিডি করেছে। আসামী গ্রেফতার  করেছে তারা ওই জিডির বলে তদন্ত করে মামলা করতে পারে। তাতে সরকারী বা বে-সরকারী যেই দায়ী হউক তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।