আবুল হাসানাত আব্দুল্লাহকে কটুক্তি করার ঘটনায় মহানগরীতে লিফলেট

আলোচনায় এসেছে। লীগ্যাল ডেমোক্রেসী মুভমেন্ট থেকে প্রচারিত একটি তুষার বিরোধী লিফলেট তাকে আলোচনায় নিয়ে এসেছে। বরিশাল বিএম কলেজের তুষার কর্তৃক রফিকের উপর হামলা ও মামলার ঘটনার পর সাবেক চীফ হুইপ আবূল হাসানাত আব্দুল্লাহকে মঈন তুষার কর্তৃক সন্ত্রাস আখ্যায়িত করার ঘটনায় এই রিপলেট বের করা হয়েছে। বিএম কলেজের আপত্তিজনক ঘটনার আলোচনা-সমালোচনার পরপরই গত ২দিন ধরে এই লিফলেট ছিল নগরীর টক অফ দ্যা টাউন। অথচ লীগ্যাল ডেমোক্রেসী মুভমেন্ট কর্তৃক প্রকাশনা ও প্রচারের এই লিফলেট সম্পর্কে আ’লীগের সূত্র গুলো বলছে তারা কিছুই জানেনা।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলছে এ ধরনের লেখা বিএম কলেজ ছাত্র লীগের যুগ্ন আহবায়ক মাকসুদুর রহমান মাসুদ কিংবা রফিক সেরনিয়াবাদ কর্তৃক হওয়ার সম্ভাবনা রয়েছে। সুত্রটি আরও বলছে লিফলেটটিতে আবুল হাসানাত আব্দুল্লাহ’র নাম অস্মান জনকভাবে উচ্চরন কারা হয়েছে। তা ছাড়া লিফলেটটি আসলে মঈন তুষার কে আরও হাইলাইটস করেছে। কারন আবুল হাসানাত আব্দুল্লাহ’র সাথে মঈন তুষারের কোন মত-বিরোধ খাটে না। লিফলেটে উল্লেখ করা হয়, ৬০ দশক থেকে আবুল হাসানাত আব্দুল্লাহ’র উত্থান শুরু। তিনি ১দিনে গড়ে উঠেননি। হাসানাত সর্বদাই তার রাজনীতিকে সামাজিক সন্ত্রাসের আওতামুক্ত রাখেন। কিন্তু সামাজিকীকরনের ক্ষেত্রে বড় সমস্যা হলো সমাজিক সন্ত্রাস ও বিভিন্ন আবর্জনা ঢুকে শুদ্ধ রাজনৈতিক চর্চাকে কলুষিত করছে। লিফলেটে আরও উল্লেখ করা হয় অসৎ রাজনীতিবিদ হচ্ছে তারা, যারা যেখানে কোন নদী নেই সেখানেও জনগনকে একটি ব্রিজ নির্মানের প্রতিশ্র“তি দেয়। লিফলেটে কারো সম্পর্কে কোন কটুক্তি করার পূর্বে লিফলেটে উল্লেখ্য কিছু কথা কিছু বাক্য মঈন তুষারের জানা উচিৎ ছিল বলে মন্তব্য করা হয়েছে। এতে আরও বলা হয়েছে মিঃ মঈন তুষার দক্ষিনের রাজনৈতিক মহীরুহু হাসানাত আব্দুল্লাহ পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়নকারী। এর অর্থ আপনি জানেন কি? এর অর্থ হলো পাহাড়ী গেরিলাদের শান্তির প্রক্রিয়ায় নিয়ে আসা।

উল্লেখ্য, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এভিনিউ , বরিশাল ঠিকানা সম্নিলিত লীগ্যাল ডেমোক্রেসী মুভমেন্ট এর প্রকাশনা ও প্রচারে এই লিফলেট করা হয়েছে।