পুলিশের মামলায় চেয়ারম্যান প্রার্থীর জামিন নামঞ্জুর

আসামী এক চেয়ারম্যান প্রার্থী কর্মী-সমর্থক নিয়ে আদালতে আত্মসমর্পণ করলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। তাই ঐ প্রার্থী বৃহস্পতিবার মনোনায়নপত্র যাচাই-বাছাইয়ে নির্বাচন অফিসে উপস্থিত থাকতে পারেননি।

জানা গেছে, উপজেলার চরদৌলত খাঁ ইউনিয়নের নতুর চরদৌলত খাঁ এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীতাকে কেন্দ্র করে গত ৯মে বর্তমান চেয়ারম্যান সরদার মোঃ আবদুল মান্নান ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাউছার কবিরাজের মধ্যে সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে শতাধিক ককটেল বোমার বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে ৫পুলিশ আহত হয়। ঘটনার ঐদিন রাতেই পুলিশ বাদী হয়ে কালকিনি থানায় চেয়ারম্যান প্রার্থী কাউছার কবিরাজ ও আরেক চেয়ারম্যান প্রার্থী তপন কবিরাজসহ ৩৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। উক্ত মামলায় আদালতে বুধবার দুপুরে কাউছার কবিরাজ ও তপন কবিরাজসহ সকল আসামী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক তপন কবিরাজসহ ১৮জনের জামিন নামঞ্জুর করে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।