নির্বাচনের দাবিতে বিএম কলেজে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ

কলেজে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের একাংশসহ চারটি সংগঠন।

গতকাল বুধবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে ছাত্রলীগের একাংশসহ ৪টি সংগঠনের নেতাকর্মীরা সাধারন শিক্ষাথীদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জিরো পয়েন্টে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা আগামী জুনের প্রথম সপ্তাহের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা দেয়ায় প্রতিশ্র“তি দেয়ায় অধ্যক্ষকে অভিনন্দন জানান। তবে নির্ধারিত সময়ের মধ্যে অধ্যক্ষ প্রতিশ্র“তি ভঙ্গ করলে আবারো কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে। দাবি পূরন না হওয়া পর্যন্ত স্বাভাবিকভাবে প্রতিদিন আন্দোলন চলবে বলে বক্তারা ঘোষনা করেন।

অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাস জানান, পূর্ব নির্ধারিত ক্লাস এবং পরীক্ষা যথারীতি চলছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারপরও যে কোন পরিস্থিতি মোকাবিলায় ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে।