মেয়াদোত্তীর্ণ বিস্কুট খেয়ে. . . . . .

নির্বাচনী মিছিল-মিটিং শেষে মেয়াদোত্তীর্ণ বিস্কুট খেয়ে শিশু, কিশোর-কিশোরী ও মহিলাসহ ৩০জন অসুস্থ্য পড়েছে। গত রবিবার রাতে এ ঘটনা ঘটেছে।
 
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদ ১নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদ প্রার্র্র্থী সিদ্দিক তালুকদার স্নানঘাটা এলাকায় ওই দিন রাত ৯টায় নির্বাচনী মিটিং করার পর উপস্থিত লোকজন মিছিল করায় খুশি হয়ে সিদ্দিক তালুকদারের স্ত্রী দুই শত টাকা মিছিলকারীদের দেয়। ওই টাকা দিয়ে উক্ত এলাকার জলিল ঢালীর দোকান থেকে বিস্কুট খেয়ে আধা ঘন্টার মধ্যে রাজীব(১৩), আসমা(১২), সোহেল(১৩), আমেনা(১১), শাকিব(৮), সালাহ উদ্দিন(৭) ও তার মা সুমিলা বেগম(২৭), রাসেল(৮), রসূল(৭), নাঈম(১৩), রুবেল(১৩), সুব্রত(৯), আসিক(১০), আলামিন(৯), রাব্বী(১৪), কাউছার(১০), আশিক তোতা(৯), আশ্রাফুল(৭), শাকু(৬), ওমর আলী(১০) এবং বাতেন(৭)সহ ৩০জন অসুস্থ্য হয়ে পড়ে। অসুস্থ্যদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন ঢালী জানান, ‘খবর পেয়ে গিয়ে দেখি অবস্থা বেগতিক। দ্রুত তাদেরকে (অসুস্থ্যদের) চিকিৎসার জন্য শরীয়তপুর পাঠিয়েছি। মেয়াদোত্তীর্ণ বিস্কুট খেয়ে শিশুদের এ অবস্থা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।’

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রাব্বী জানায়, ‘বিস্কুট খেলেই পেটের ভিতর নাড়াচাড়া শুরু হয়ে যায়। চারিদিকে গুড়িয়ে রাস্তায় পড়ে যাই। জ্ঞান ফিরলে চোখ খুলে দেখি হাসপাতালে।’

দোকানদার আঃ জলিল ঢালী বলেন,‘ বিস্কুট আমার দোকানের। কি থেকে কি হলো বুঝতে পারছিনা। বিস্কুটের মেয়াদ ছিল কিনা আমি খেয়াল করি নাই।’

খাসের হাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আবুল বাসার জানান, ‘রাতে খবর পেয়েছি। শুনেছি এক প্রার্থীর বাড়িতে মিছিল নিয়ে গিয়েছিল। প্রার্থী শিশুদের টাকা দিয়েছে। শিশুরা এক দোকান থেকে বিস্কুট কিনে খেয়ে অসুস্থ্য হয়ে পড়েছে। এলাকা থেকে এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি।’

কালকিনি থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহীন মন্ডল জানান, ‘বিষয়টি আমার জানা নেই। নির্বাচনী কার্যক্রমে শিশুদের ব্যবহার করার সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।’