তিন বছর ঝুলে আছে ৫০টি হাইওয়ে থানার ভবন নির্মান কাজ

, আমরা কথা বলি বেশি, কিন্তু কাজ করি কম। ক্ষোভের সাথে তিনি বলেন, ২০০৯ সনে একনেকে পাশ হওয়া সত্যেও কর্তৃপক্ষের গাফিলতির কারনে ৫০টি হাইওয়ে থানার স্থায়ী ভবন নির্মানের কাজ অদ্যবর্ধি শুরু হয়নি। মাত্র ৬টি থানা ভবন নির্মানের টেন্ডার কাজ সমাপ্ত হয়েছে। আগামি ডিসেম্বর মাসের মধ্যে আরো ৩০টি টেন্ডার আহবান করা হবে। গতকাল সোমবার সকালে কসবায় গৌরনদী হাইওয়ে থানা ভবন নির্মান স্থান পরিদর্শনকালে তিনি উলে¬খিত কথাগুলো বলেছেন। ১ একর সম্পত্তির ওপর গৌরনদী হাইওয়ে থানা ভবন নির্মানের জন্য ১ কোটি ৩ লাখ টাকা এবং মাটি ভরাটের জন্য আরো ১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এসময় অন্যান্যদের মধ্যে হাইওয়ে কুষ্টিয়া জোনের এএসপি ইব্রাহিম খবিন, গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম খান, গৌরনদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ নুরুল ইসলাম-পিপিএম, গৌরনদী হাইওয়ে থানার ইনচার্জ মোঃ মোজাম্মেল হোসেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আবু সাঈদ নান্টু, পৌর কাউন্সিলর কাজী স্বজল, রেজাউল করিম টিটু, খায়রুল খান, নুর আলম হোসেন প্রমুখ।