ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অধ্যক্ষকে ৭২ ঘন্টার আল্টিমেটাম

দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। গতকাল শনিবার সকালে উপজেলা সদরের শহীদ আ.রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ চত্তরে সাধারণ শিক্ষার্থীরা কলেজ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত উদ্দিনকে। ৭২ ঘন্টার মধ্যে নির্বাচনের তফসিল ঘোষনা না করলে কঠোর আন্দোলন সহ অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখার কথা  তাকে সাফ জানিয়ে দিয়েছে ছাত্র নেতারা। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগ সভাপতি বরুণ কুমার বাড়ৈ, ছাত্রলীগ নেতা উজ্জল খলিফা, নিখিল বৈরাগী, পরিতোষ মন্ডল, মাসুদ সেরনিয়াবাদ, অবনি প্রমুখ।

সূত্রমতে জোট সরকারের সময় ২০০৩ সালে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ছাত্রলীগ সহ সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন নির্বাচনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসলেও কতৃপক্ষ একাধিকবার তাদের নির্বাচনের আশ্বাস দিয়েও তফসিল ঘোষনা করেনি।

এব্যপারে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হেমায়েত উদ্দিন সরদার শিক্ষার্থীদের আন্দোলনের সত্যতা স্বীকার করে বলেন,  নির্বাচন দিতে তার কোন অনিহা নেই। তিনি বিষয়টি কলেজ পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় এমপি এ্যাড. তালুকদার মো. ইউনুস সহ অন্য সদস্যদের জানাবেন। তারা নির্বাচন দিতে চাইলে ৭২ ঘন্টার মধ্যেই তিনি তফসিল ঘোষনা করবেন বলেও জানান।