আমরা সবাই দেশপ্রেমিক!

সেনাবাহিনীতে আছেন?
তবেতো আপনি বাই ডিফল্ট দেশপ্রেমিক। কেননা আপনার শপথের সময়ে দেশপ্রেমকে বুকে ধারন করেই শপথ নিয়েছিলেন। আপনি দেশপ্রেমকে কিভাবে দেখেন? নিশ্চয়ই এই জমিনকে বুকে জড়িয়ে ধরে নয়? রাষ্ট্র বা দেশের প্রধান উপাদান হইতেছে একখানা ভুখন্ড সেই ভুখন্ড রক্ষার শপথ অবশ্যই দেশপ্রেমের প্রকাশ। জনগনও আরেক উপাদান রাষ্ট্রের, জনগনরে ব্লাডী সিভিলিয়ান বইল্যা গাইল দেওনও আপনার সেই দেশপ্রেমের অন্তর্গত। সরকারী আমলা ও কর্মকর্তারা দেশটারে পচায়ে ফেলতেছে, নেতাগো কথা না হয় বাদই দিলাম। আপনে অফিসার পদে আসীন। কি মেজর? রিটায়ারের পরে আপনের একাউন্টে কোটি ট্যাকা। আবার জিগায়! আপনি অবশ্যই দেশপ্রেমিক, বাদবাকী সব ভুয়া!

আপনিও! আপনি কি করেন? সরকারী আমলা, কর্মকর্তা!
হু, দেশপ্রেমে আপনিই সেরা। নামমাত্র বেতন-সুবিধায় আপনি দিনরাইত দেশরে সেবা দেন। মাঝে মইধ্যে এট্টু আধটু ঘুষ-ঘাস খান, তবে এইটার সাথে দেশপ্রেমের সম্পর্ক্য অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত। আপনি দেশরে অনন্য সেবা দেন, বিনময়ে রাষ্ট্র আপনারে যা দেয় তা নিতান্ত অপ্রতুল। তাই একটু উপরি আয় আপনি করতেই পারেন। আপনেরে সরকার ড্রাইভার সমেত একখানা সেডান কার দিছে, কিন্তু আপনি ব্যাস্ত মানুষ দিনমান আপনের দেশের আনাচে কানাচে ঘুইরা বেড়াইতে হয়। আপনি সরকারী গাড়ী নিয়মের বাইরে গিয়া নিয়া নেন। নিবাননা ক্যান দেশের নেতারা বিনা করে গাড়ী আমদানী করে, সেনা অফিসাররা দেড়টাকা লিটার দরে জ্বালানী পাইয়া আমিনেষ্টি ষ্টিকার লাগায়া বউ-বাচ্চারে নিয়া ঘুরে। আপনিও সেইটা করতেই পারেন, উপরোন্ত এক সেডান কার নিয়া ঘুরন্তিস ঠিকমতো হয়না বলে প্রত্যেক সচিবের জন্য নতুন করে পাজেরো কিন্যা নেন। আপনি এবং আপনারাই দেশে কেবল দেশপ্রেমিক আছেন, বাদবাকী সব নষ্ট হয়ে গেছে।

আপনে অবশ্যই দেশপ্রেমিক। আপনে ব্যাবসায়ী, দেশের অর্থনী্তিরে সচল রাখতেছেন। আপনি বিদেশ থেকে খাদ্য খাবার আমদানী করতেছেন, কইরা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেছেন, দেশের আবাসন সমস্যা মেটাতে ব্যাপক অবদান রাখতেছেন। বিদেশে রপ্তানী করে বোইদেশিক মূদ্রা আয় করতেছেন। আপনের অবদান বলে শেষ করার মতোন নয়। দেশের বৈদেশিক মূদ্রা বাচাইতে আপনি দুই এক জাহাজ পচা গম আমদানী করতেই পারেন। সাধারন মানুষের আবাসন সমস্যার সমাধানকল্পে আপনি কয়েকটা জমি দখল নিতেই পারেন। আপনি গার্মেন্টে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরী করেছেন। আপনি তাদের মুজুরী আপনের মর্জি মাফিক দিতেই পারেন। একমাত্র আপনি ছাড়া দেশের কেউই দেশপ্রেমিক নন, বাকী সব পচে গেছে।

আপনি ছাত্র?
আপনিতো দেশপ্রেমের উদাহরন, পুরা রাষ্ট্র উচ্ছনে গিয়েছে। একমাত্র আপনিই দেশপ্রেমকে ধারন করেন এবং অতন্দ্র প্রহরির মতো জেগে থাকেন। আপনি হলে হলে রাত জেগে পাহারা দেন কেউ যেনো দখল না নিতে পারে। আপনি হলে ছিট ও বিভিন্ন জায়গায় ভর্তি বানিজ্য করেন, আপনি টেন্ডার নিয়ে চিন্তা করেন, আপনি বাবা মায়ের টাকায় ডাইল খান। ছাত্রাবস্থায় এইগুলান করা যায়েজ আছে। বর্তমানে যুগে এইগুলান না করলে আপনি টিকতে পারবেন না। আপনি হরতালে রাস্তায় নেমে জিন্দাবাদ, মূর্দাবাদ করেন আপনি জাতির কন্ঠস্বর, মেরুদন্ড। আপনি ভর্তি পরীক্ষায় বন্ধুর জন্য নিজে পরীক্ষা দেন আপনের এই বন্ধু প্রিতি দেশপ্রেমেরই অংশ। তাছাড়া এখন থেকেই এইসব কাজকারবার শিখে না রাখলে পরবর্তীতে সমস্যা হবে। দেশের নেতা-নেত্রী থেকে শুরু করে ব্যাবসায়ী পর্যন্ত সব্বাই দূর্নিতী-অনিয়মে যুক্ত, আপনি জাতির বিবেক, আপনিই দেশপ্রেমিক।

আপনি শিক্ষক!
আপনিতো মানুষ গড়ার কারিগর! আপনি অবশ্যই দেশপ্রেমিক। আপনি মেধাবী ছিলেন, তাই সেই ছেলেবেলা থেকেই সরকারী বৃত্তি পেয়েছেন। সরকারের টাকায় আপনি পড়াশুনা শেষ করেছেন, সরকার ও রাষ্ট্রকে ফেরত দেওয়ার আশায় আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন। শিক্ষক হয়েই বিদেশ গেছেন উচ্চশিক্ষার জন্য, আপনার উচ্চশিক্ষা শেষ হয়, একবছর যায়-দুই বছর যায়-তিন বছর যায় তবুও আপনি আর ফিরে আসেন না। বিদেশে ভালো বেতনে চাকরি ছেড়ে আসবেনই বা ক্যান! তবে আপনি ভুলে যান দেশের বিশ্ববিদ্যালয় থেকে নেওয়া বেতনের কথা, ভুলে যান আজীবন সরকারী টাকায় লেখাপড়া করার কথা। এরপর আপনি অধিবাসন নেন অষ্ট্রেলিয়া কিংবা কানাডায়। আপনি এরপরও দেশপ্রেমিক, কেননা দেশের উপর থেকে আপনি ‘চাপ’ কমিয়েছেন। আপনি দেশের তাবত সমস্যা নিয়া চিন্তা করেন। আপনি অবশ্যই দেশপ্রেমিক।

আপনি ব্যারিষ্টার, ডাক্তার, ইঞ্জিনিয়র কিংবা অন্য কোন পেশাজীবি?
আপনি ব্যারিষ্টার ভূয়া জামিন নামা দিয়া আসামী বাইর কইরা আনেন, আপনি দেশপ্রেমিক কেননা আপনি দেশের মানুষের প্রতি প্রেমথেকেই এটা করেন। আপনি ডাক্তার, রোগির জন্য নির্দিষ্ট পরিক্ষাগারে প্রয়োজনীয়-অপ্রয়োজনীয় টেষ্ট করায়ে আপনি ডায়াগনষ্টিক শিল্প বিকাশে সহায়তা করেন। আপনি অবশ্যই দেশপ্রেমিক। আপনি ইঞ্জিনিয়র সাব, কন্ট্রাকটদের জ্বালায় আপনাকে বাধ্য হয়ে অনেক কিছু করতে হয়। তাছে ডিপার্টমেন্টে এগুলা না করলে টিকে থাকা দায়। এমনিতে আপনি দেশপ্রেমিক।

আপনি সহজ সরল গৃহিনী, আপনিও দেশপ্রেমিক?
আপনি বিদ্যুৎ বিল কমানোর জন্য মিটার রীডারের হাতে প্রতিমাসে একশ টাকা গুজে দেন। সংসারের খরচ কমানোর ঝক্কিতো আপনাকেই সামলাতে হয়। আপনাকে দেশের ভবিষ্যত, আপনার শিশুর দুধটা কিনতে হয়। আপনি দেশপ্রেমিক, আপনি দেশের সম্পদ গ্যাসের বহুবিধ ব্যাবহা করেন। আপনার বাচ্চার কাপড় শুকানোর জন্য গ্যাসতো আছেই। আপনি দেশের দেয়াশলাই সম্পদ বাচাতে গ্যাচের চুলা জ্বালায়ে রাখেন। আপনি দেশের নেতাদের দূর্নীতি, সেনা অফিসারের বউদের ডাট দেখে আশাহত। আপনি কারো সাতেপাঁচে নেই, আপনি দেশপ্রেমিক।

আপনি নেতা! আপনার দেশপ্রেম নিয়ে কোন প্রশ্ন তোলাটাই হাস্যকর।

 

 

-বাউল/আমারব্লগ ডটকম