বুধবার দুপুরে বরিশালের গৌরনদী পৌর কর্মকর্তা ও কর্মচারীরা ইউএনও’র মাধ্যমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন।
বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কে.এম মোশাররফ হোসেন জানান, কেন্দ্রীয় কমিটির পূর্ব নির্ধারিত কর্মসূচী হিসেবে গতকাল বুধবার তারা গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এসময় অন্যান্যদের মধ্যে গৌরনদী পৌরসভার সচিব মোঃ ফারুক হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।