ঝালকাঠিতে কথিত ছাত্রলীগ নেতার হামলায় সিআইডি’র ইন্সপেক্টর আহত

নাদিম ও তার সহযোগিদের  হামলায় সিআইডি পুলিশের ইন্সপেক্টর গোলাম সরওয়ার (৫০) আহত হয়েছে। খবর পেয়ে ঝালকাঠি থানার ওসি আবুল খায়ের, ওসি তদন্ত আকতারুজ্জামান একদল পুলিশসহ সদর হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে পুলিশ সুপার মজিদ আলী ঘটনাস্থলে উপস্থিত হন।

জানাগেছে, গত ২বছর আগে ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ের সামনের রাস্তা থেকে শহরের ডাক্তারপট্টিস্থ মুসলিম গিণি হাউজের ২’শ ভরি স্বর্ন ছিনতাই মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম সরওয়ার তদন্তে ঝালকাঠি আসেন। বুধবার টেন্ডার সংক্রান্ত একটি ঘটনায়  নাদিম ঝালকাঠি এলজিইডি অফিসের সামনে দুপুরে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। এ খবর পেয়ে তিনি (তদন্তকারী কর্মকর্তা) ঐ মামলায় সন্দেহকারী আসামীর তালিকায় থাকা নাদিমকে জিজ্ঞাসাবাদের জন্য হাসপাতালে যান। এ সময় কিছুক্ষন বাকবিতন্ডার এক পর্যায়ে নাদিম ও তার দলবল তদন্তকারী কর্মকর্তার ওপর হামলা চালায়।

হাসপাতালে চিকিৎসাধীন নাদিম সাংবাদিকদের জানান, তাকে হয়রানী করার জন্য তার ওপর হামলাকারী গ্র“পটি পুলিশ পাঠিয়েছে। আহত পুলিশ ইন্সপেক্টর মামলার তদন্তে নাদিমের কাছে গেলে তাকে পিটিয়ে ও কিলঘুষি মেরে আহত করেছে বলে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন । এ সময় তিনি জেলা ছাত্রলীগ সভাপতি সৈয়দ মিলন ও সেক্রেটারী জামাল হোসেন মিঠুকে দায়ী করেন।

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. আলহাজ্ব খান সাইফুল্লাহ পনির এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, পুলিশের ওপর হামলাকারী এরা আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের কেউ নয়।