ধর্ষণ মামলা প্রত্যাহারে বাদি ও তার পরিবারকে হুমকি

ধর্ষিতা ও তার পরিবারকে নানাধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অব্যাহত হুমকির মুখে ধর্ষিতা ও তার পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

উপজেলার উত্তর সেরাল গ্রামের দিনমজুর কুদ্দুস হাওলাদার অভিযোগ করেন, গত ৩ মে রাতে তার কন্যা গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রীকে (১৩) একই গ্রামের আলাম আকনের পুত্র শাওন আকন (২২) ধর্ষণ করে। ওইদিন রাতেই তার স্ত্রী (ধর্ষিতা কিশোরীর মা) হেনা বেগম বাদি হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে শাওনকে আসামি করে আগৈলঝাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে শাওনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করে। আদালত শাওনের জামিন আবেদন নাকোচ করে জেল হাজোতে পাঠানোর নির্দেশ দেয়। এরপরেই মামলা উত্তোলনের জন্য আসামির পরিবার ও তাদের ভাড়াটিয়া লোকজনে বাদি ও তার তার পরিবারকে নানা ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। অপরদিকে এই ঘটনাকে পুঁজি করে বরিশাল থেকে প্রকাশিত একটি পত্রিকার স্থানীয় প্রতিনিধি (এলাকায় হলুদ সাংবাদিক হিসেবে পরিচিত) ফলোআপ রির্পোট করার জন্য ধর্ষিতার পরিবারের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। এ ব্যাপারে গতকাল বুধবার আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ ওসি এবং আগৈলঝাড়া প্রেসক্লাব বরাবরে ধর্ষিতার পিতা কুদ্দুস হাওলাদার লিখিত অভিযোগ দায়ের করেছেন।