আর্কাইভ

শ্লীলতাহানীকে পুজি করে মিমাংসার নামে নেতাদের বানিজ্য

থানায় লিখিত অভিযোগ দায়ের। এঘটনা মীমাংসার নামে প্রহসন করে স্থানীয় ক্ষমতাসীন দলের ২ নেতা ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

থানায় লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার বাশাইল গ্রামের লোকমান মোল্ল¬ার ছেলে সবুজ মোল্লা পার্শ্ববর্তি চেংগুটিয়া গ্রামের জাহাঙ্গীর সরদারের মেয়ে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী সুমী আক্তারকে স্কুলে যাওয়া-আসার পথে গত প্রায়ই উত্যক্ত করত। গত ২৬ জুন সবুজ সুমির শ্লীলতাহানী ঘটিয়ে অসাজিক কাজে লিপ্ত হয়। এসময় সবুজের সহযোগী তা মোবাইলে ধারন করে রাখে। এঘটনাকে পুঁজি করে উপজেলা ছাত্রলীগের সদস্য শামীম তালুকদার ও স্বেচ্ছাসেবকলীগ নেতা বুলু তালুকদার মীমাংসার নামে প্রহসন করে সবুজ মোল্লার পরিবার থেকে ৫০ হাজার টাকা মেয়ের বাবাকে দেয়ার কথা বলে না দিয়ে নিজেরা করে নেয়। ঘটনাটি এলাকায় ব্যপক আলোড়ন সৃষ্টি করেছে। সুমীর বাবা জাহাঙ্গীর সরদার গত ২৮ জুন আগৈলঝাড়া থানায় এঘটনায় একটি সাধারণ ডায়েরী  করেছে, যার নং- ৬৫২।

আরও পড়ুন

Back to top button