নিউ হীরা জুয়েলার্সের ডাকাতির লুন্ঠিত ২২১ ভরি স্বর্ণ উদ্ধার

জেলার মঠবাড়িয়া থানাধীন বেচকী গ্রামের মালবাড়ী থেকে ঢাকা বনানী ইকবাল সেন্টারের নিউ হীরা জুয়েলার্সের ডাকাতির মাধ্যমে লুন্ঠিত ২২১ ভরি স্বর্ণালংকার সহ ৩ আসামী কে গ্রেফতার করেছে।

জানা যায়, গত জুন শুক্রবার দুপুরে ঢাকা বনানী ইকবাল সেন্টারের নিউ হীরা জুয়েলার্সে ৬ সদস্যের একটি ডাকাত দল ধারালো অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে দোকন কর্মচারীদের জিম্মি করে ১০১৬৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। বিষয়টি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশ ও চাঞ্চল্যকর হওয়ায় পুলিশের পাশাপাশি র‌্যাবও লুন্ঠিত স্বর্ণালংকার উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারের লক্ষ্যে ঘটনা পরবর্তী গোয়েন্দা কার্যক্রম শুরু করে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল সিপিসি-১ এর বিশেষ দল গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, ডাকাত দলের সর্দার বেচকী গ্রমের মোঃ আঃ হাই এর পুত্র মোঃ ইয়াকুব(৩০), ডাকাতির মাধ্যমে লুন্ঠিত স্বর্ণালংকার তার গ্রামের বাড়ি পিরোজপুর মঠবাড়িয়া থানাধীন বেচকী মালবাড়ীতে রেখেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের বিশেষ দলটি ডাকাত সর্দার মোঃ ইয়াকুব এর বাড়িতে গত কাল সাড়ে ৫ টায় অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার মোঃ ইয়াকুবের ভাই মোঃ ইয়াছিন(২২), বোন মোছাঃ খাদিজা(২৪) ও তার মাতা মোছাঃ মমতাজ বেগম(৫৫) কে আটক করে। লুন্ঠিত মালামাল উদ্ধারের লক্ষ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং উক্ত বাড়িটি তল্লাশী কার্যক্রম পরিচালনা করে।

ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে গ্রেফতারকৃত আসামীদের স্বীকারোক্তি ও দেখানো মতে বাড়ির পার্শ্বে অভিনব পন্থায় মাটির নিচে  রাখা ৩ টি আলাদা আলাদা গুপ্তস্থানে দুটি মাটির হাড়ি ও দুটি প্লাষ্টিকের কৌটার মধ্য হতে সর্বমোট ২২১ ভরি ওজনের বিভিন্ন স্বর্ণালংকার উদ্ধার করে।

উল্লেখ্য ডাকাত সর্দার ইয়াকুবের নামে ঢাকা ও চট্টগ্রামে চুরি ও ডাকাতির বিষয়ে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। উক্ত জুয়েলার্স দোকান হতে লুন্ঠিত অবশিষ্ট স্বর্ণালংকার উদ্ধারে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।